এক্সপ্লোর
Menstrual Hygiene Day: সংক্রমণ এড়াতে মেনে চলুন ঋতুকালীন পরিচ্ছন্নতা, জেনে নিন সহজ উপায়

জেনে নিন পরিচ্ছন্নতা বজায় রাখবেন কীভাবে
1/9

পিরিয়ড চলাকালীন পরিচ্ছন্নতা (Menstrual Hygiene Day) মেনে চলা অন্তত্য জরুরি।
2/9

বারবার ন্যাপকিন (Napkin) বদলাতে হবে। পিরিয়ডের সময়ে পরিষ্কার অন্তর্বাস, কাপড় বা প্যাড ব্যবহার করতে হবে।
3/9

প্যাড বা কাপড় পরিবর্তনের আগে ও পরে ভাল করে হাত সাবান দিয়ে পরিষ্কার করুন যাতে সংক্রমণ প্রতিরোধ হয়।
4/9

পিরিয়ড চলাকালীন প্রতিবার প্রস্বাবের পর জায়গাটি জলে ধুয়ে শুকনো কাপড় দিয়ে হালকা করে মুছে নিয়ে তবেই অন্তর্বাস পরুন। পিরিয়ডের সময়ে পরিষ্কার অন্তর্বাস, কাপড় বা প্যাড ব্যবহার করতে হবে।
5/9

মেনস্ট্রুয়াল ক্যাপ ব্যবহার করলে তা অবশ্যই গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিন
6/9

যৌনাঙ্গ পরিষ্কারের সাবান ব্যবহার না করাই ভাল। হাল্কা কুসুম গরম জলে ওপর থেকে ধুয়ে নিন।
7/9

রেজার ব্যবহারে সচেতন হন। এতে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বেশি।
8/9

নিয়মিত স্নান করুন। প্রয়োজনে দিনে দু-বারও স্নান করা যেতে পারে। সাবান ও ডিটারজেন্ট ব্যবহার করে স্বাভাবিক তাপমাত্রার জলে ব্যবহৃত কাপড়, অন্তর্বাস ধুয়ে নিন।
9/9

ঋতুকালে (Period) যাঁরা কাপড় ব্যবহার করেন, তাঁরা অবশ্যই কাপড় ভাল করে কেচে সেটা উজ্জ্বল সূর্যালোকে শুকিয়ে নিন।
Published at : 28 May 2022 03:02 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
