By : abp ananda | Updated at : 25 Nov 2021 09:31 PM (IST)
প্রতিদিন গরম জলে স্নান নয়
1/10
শীত এলেই বেশিরভাগই গরম জলে স্নান করতে পছন্দ করেন। তবে এর ভাল দিকের পাশাপাশি কিছু খারাপ দিকও রয়েছে। জেনে নেওয়া যাক।
2/10
প্রতিদিন অতিরিক্ত গরম জলে স্নান করা শরীরের পক্ষে ভাল নয়। এতে গরম জল দিয়ে স্নান করলে ত্বকের আদ্রর্তা কমে যায় এবং ত্বকের ক্ষতি হয়। গরম জল ফলিকলগুলোকে নষ্ট করে দেয়।
3/10
স্নানের সময় মাথায় অতিরিক্ত গরম জলের ব্যবহার চুলকে ক্ষতিগ্রস্ত করে, পাশাপাশি মস্তিস্কের ওপরেও চাপ সৃষ্টি করে। কাজেই গায়ে গরম জল ঢাললেও মাথায় ঠাণ্ডা জল ঢালাই ভাল
4/10
খাবার খাওয়ার পর গরম জলে স্নান করবেন না। এতে শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
5/10
গরম জলে স্নান করলে রক্তচাপে পরিবর্তন দেখা যায়। হঠাৎ রক্তচাপ বেড়ে ক্ষতি হতে পারে।
6/10
যাদের হার্টের সমস্যা রয়েছে তাঁরাও নিয়মিত গরম জলের স্নান এড়িয়ে চলুন। এতে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়।
7/10
রোজ গরম জল দিয়ে স্নান করলে ছেলেদের ফার্টিলিটি কমে যায়।
8/10
গরম জল এড়িয়ে ঠাণ্ডা জলে স্নান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
9/10
অতিরিক্ত গরম জল দেহের তাপমাত্রার হেরফের ঘটিয়ে ক্ষতি করতে পারে।