গ্রিন টি দেহের মেদ কমাতে সহায়ক। গ্রিন টি শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে। পাশাপাশি, গ্রিন টি শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা হ্রাস করতে সাহায্য করে।
5/9
এতে উচ্চমাত্রায় জল থাকে। ক্যালরি একেবারেই নেই। ফলে দেহের ওজন কমাতে আদর্শ শশা। রোজ শশার রস খেলে দ্রুত ওজন কমে
6/9
গাজরে উপস্থিত ফাইবার আমাদের ওজন কমাতে সাহায্য করে। এটি হজমে এবং দীর্ঘ সময় পেট ভর্তি রাখতে সহায়ক। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ফলেএটি ওজন হ্রাসেউপকারী।
7/9
রোজ সকালে খালি পেটে অ্যাপেল সিডার ভিনিগার খান। গরম জলে মিশিয়ে রোজ এটি খেলে দ্রুত ওজন হ্রাস পাবে।
8/9
অনেকেই রোজ সকালে গরম জলে লেবু মিশিয়ে খেয়ে থাকেন। এতে পেটের মেদ দ্রুত ঝরে যায়।
9/9
দারচিনিও ওজন কমাতে সহায়ক। দারচিনি ফুটিয়ে সেই জল পান করুন। এতে হজম শক্তি বৃদ্ধি পাবে। খাবার দ্রুত হজম হয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এই পানীয়।