এক্সপ্লোর
Double Masking in Covid19 : কোভিড থেকে রক্ষা পেতে 'ডাবল মাস্কিং', জোড়া মাস্ক পরার ক্ষেত্রে কী করবেন, কী করবেন না

In Pics: Get top know about do and dont of double masking in covid times
1/8

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম অস্ত্র মাস্ক। তবে বর্তমান পরিস্থিতির বিচারে স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ ডাবল মাস্কিং তথা জোড়া মাস্ক পরায়।
2/8

ডাবল মাস্কিংয়ের ক্ষেত্রে কী কী করবেন আর কী কী করবেন না সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। একঝলকে রইল সেই বার্তাগুলি
3/8

ডাবল মাস্ক পরার ক্ষেত্রে একটি সার্জিকাল ও অপর একটি কাপড়ের মাস্ক পরতে হবে।
4/8

দুটি মাস্কেই নাক যাতে ঢাকা থাকে এবং কোনওভাবেই যাতে ফাঁকফোকর না থাকে, সেটা নিশ্চিত করতে মাস্ক বাঁধতে হবে।
5/8

দুটো মাস্ক পরে যাতে শ্বাস-প্রশ্বাসে কোনও সমস্যা না হয় সেই বিষয়টির দিকে গুরুত্ব দিতে হবে। যাতে শ্বাস নিতে ব্যাঘাত না ঘটে সেটা নিশ্চিত করেই মাস্ক বাঁধতে হবে।
6/8

একই ধরণের কোনও দুটো মাস্ক একসঙ্গে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে নির্দেশিকায়।
7/8

একই মাস্ক টানা দু'দিন পরতেও বারণ করা হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকায়।
8/8

মাস্ক ব্যবহার করার পাশাপাশি সেটিকে নিয়মিত ব্যবধানে ধোওয়ার কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায়।
Published at : 10 May 2021 07:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
