এক্সপ্লোর
Moong Dal: নিয়মিত মুগডাল খান? জানেন কত উপকার?
গরমকালে মুগডাল খাওয়া বিশেষ উপকারী
1/10

মুগডাল অনেকেরই প্রিয়। এই ডাল যেমন খেতে ভাল, তেমনই এর অনেক উপকারও আছে। দীর্ঘদিন ধরেই ভারতীয়রা মুগডাল খাচ্ছেন। ভারত থেকেই চিন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে মুগডাল।
2/10

মুগডালে ক্যালরি, ফ্যাট, প্রোটিন, কার্বস, ফাইবার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি ১, ফসফরাস, আয়রন, কপার, পটাশিয়াম, জিঙ্ক, ভিটামিন বি ২, ভিটামিন বি ৩, ভিটামিন বি ৫, ভিটামিন বি ৬ ও সেলেনিয়াম আছে। শরীরে স্বাভাবিকভাবে যে অ্যামিনো অ্যাসিড তৈরি হয় না, সেই ঘাটতি পূরণ করে মুগডাল।
Published at : 15 Feb 2022 07:45 AM (IST)
আরও দেখুন






















