এক্সপ্লোর
Benefits Of Peas: ত্বকের সৌন্দর্য ধরে রাখা থেকে হজম শক্তি বৃদ্ধি, একাধিক গুণ কড়াইশুঁটির
কড়াইশুঁটির একাধিক উপকারিতা
1/10
![কড়াইশুঁটির প্রচুর পুষ্টিগুণ। এতে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেলস, অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরকে নানা রোগের থেকে রক্ষা করে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
কড়াইশুঁটির প্রচুর পুষ্টিগুণ। এতে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেলস, অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরকে নানা রোগের থেকে রক্ষা করে।
2/10
![হজমশক্তি বৃদ্ধিতে সহায়ক কড়াইশুঁটি। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় উপকারী এটি। কড়াইশুঁটি নিয়মিত খেলে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
হজমশক্তি বৃদ্ধিতে সহায়ক কড়াইশুঁটি। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় উপকারী এটি। কড়াইশুঁটি নিয়মিত খেলে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।
3/10
![ত্বককে ভালো রাখতে সাহায্য করে এটি। কড়াইশুঁটির মধ্যে রয়েছে ভিটামিন বি-৬, ভিটামিন সি, ফোলিক অ্যাসিড ত্বকের কোলাজেনকে সংরক্ষিত রাখে। যার ফলে ত্বক ভাল থাকে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ত্বককে ভালো রাখতে সাহায্য করে এটি। কড়াইশুঁটির মধ্যে রয়েছে ভিটামিন বি-৬, ভিটামিন সি, ফোলিক অ্যাসিড ত্বকের কোলাজেনকে সংরক্ষিত রাখে। যার ফলে ত্বক ভাল থাকে।
4/10
![সংক্রমণ প্রতিরোধে সহায়ক। কড়াইশুটি বা মটরশুটিতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি, ওয়াটার সলিউবিল অ্যান্টি-অক্সিডেন্ট।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
সংক্রমণ প্রতিরোধে সহায়ক। কড়াইশুটি বা মটরশুটিতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি, ওয়াটার সলিউবিল অ্যান্টি-অক্সিডেন্ট।
5/10
![যা শরীরে তৈরি হওয়া ফ্রি ব়্যাডিকলস্ ধ্বংস করে, সংক্রমণের প্রতিরোধের করার ক্ষমতাকে বৃদ্ধি করে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
যা শরীরে তৈরি হওয়া ফ্রি ব়্যাডিকলস্ ধ্বংস করে, সংক্রমণের প্রতিরোধের করার ক্ষমতাকে বৃদ্ধি করে।
6/10
![ওজন নিয়ন্ত্রণ করে এটি। এটি একটি ক্যালরি ফুড, তাই ওজন ঠিক রাখতে সাহায্য করে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ওজন নিয়ন্ত্রণ করে এটি। এটি একটি ক্যালরি ফুড, তাই ওজন ঠিক রাখতে সাহায্য করে।
7/10
![কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে কড়াইশুঁটি। এটি শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে কড়াইশুঁটি। এটি শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে।
8/10
![অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য কড়াইশুঁটি ভাল। এতে রয়েছে প্রচুর ফাইবার, ফোলিক অ্যাসিড, ভিটামিন বি, যা অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য দারুণ উপকারী।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য কড়াইশুঁটি ভাল। এতে রয়েছে প্রচুর ফাইবার, ফোলিক অ্যাসিড, ভিটামিন বি, যা অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য দারুণ উপকারী।
9/10
![এর মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট বার্ধক্যকে রোধ করে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
এর মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট বার্ধক্যকে রোধ করে।
10/10
![ব্লাডসুগার নিয়ন্ত্রণে কড়াইশুটি ভাল। এটিতে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা কম। পাশাপাশি এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, লিউটিন, ক্যারোটিন, ভিটামিন এ বলিরেখা কমায়](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ব্লাডসুগার নিয়ন্ত্রণে কড়াইশুটি ভাল। এটিতে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা কম। পাশাপাশি এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, লিউটিন, ক্যারোটিন, ভিটামিন এ বলিরেখা কমায়
Published at : 19 Dec 2021 03:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)