সাধারণ গৃহস্থ বাড়িতে নিম খুব পরিচিত একটা নাম। এর গাছের ছাল, পাতা, বীজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।
2/10
নিম পাতা কুষ্ঠ, চোখের রোগ, রক্তাক্ত নাক, কৃমি, পেট খারাপ, খিদে কমে যাওয়া, ত্বকের আলসার, হৃদপিণ্ড এবং রক্তনালীর রোগ, জ্বর, ডায়াবিটিস, মাড়ির সমস্যা এবং লিভারের সমস্যা সমাধানে ব্যবহৃত হয়।
3/10
নিম গাছের ছাল ম্যালেরিয়া, পেট এবং অন্ত্রের আলসার, চর্মরোগ, ব্যথা এবং জ্বর নিরাময়ে ব্যবহৃত হয়।
4/10
নিম ফুল পিত্ত কমাতে, কফ নিয়ন্ত্রণে এবং অন্ত্রের কৃমির চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
5/10
নিম ফল অর্শ্বরোগ, কৃমি, মূত্রনালীর রোগ, রক্তাক্ত নাক, কফ, চোখের রোগ, ডায়াবিটিস, ক্ষত এবং কুষ্ঠ রোগের জন্য ব্যবহৃত হয়।
6/10
টুথব্রাশের বদলে কেউ কেউ নিম ডাল দিয়ে দাঁত মাজেন। তবে এই অভ্যাস সবসময় ভাল নয়। নিমের ডালগুলি অনেক সময় ছত্রাক দ্বারা আক্রান্ত হয়।
7/10
কুষ্ঠ এবং অন্ত্রের কৃমির সমস্যা নিরাময়ে নিমের বীজ ও তার তেল ব্যবহৃত হয়।
8/10
নির্দিষ্ট পরিমাণে নিমের ব্যবহার প্রাপ্ত বয়স্কদের জন্য নিরাপদ।
9/10
প্রয়োজনের অতিরিক্ত নিমের সেবন কিডনি ও লিভারের পক্ষে ক্ষতিকর।
10/10
নিম দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও সক্রিয় করে দিতে পারে। এর ফলে স্ব-প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন রোগের লক্ষ্মণ বাড়তে পারে। এমন রোগের লক্ষ্মণ দেহে থাকলে নিম এড়িয়ে চলাই ভাল।