এক্সপ্লোর
Health News:বন্ধ্যাত্বকরণের পরও গর্ভধারণ কি সম্ভব? গাফিলতির অভিযোগে ক্ষতিপূরণ দাবি বিহারের যুবতীর
Woman Becomes Pregnant Despite Sterilization:বন্ধ্যাত্বকরণের জন্য মাস আটেক আগে যে সার্জারি করিয়েছিলেন, এত দিন পর্যন্ত জানতেন সেটা সফল। কিন্তু একী? এর পরও কী ভাবে গর্ভধারণ সম্ভব?
বন্ধ্যাত্বকরণের পরও গর্ভধারণ কি সম্ভব?
1/8

বন্ধ্যাত্বকরণের জন্য মাস আটেক আগে যে সার্জারি করিয়েছিলেন, এত দিন পর্যন্ত জানতেন সেটা সফল। কিন্তু একী? এর পরও কী ভাবে গর্ভধারণ সম্ভব? বিহারের জামুইয়ের এক যুবতীর সঙ্গে এমনই হয়েছে বলে খবর।
2/8

ঝাঁঝা ব্লকের কোদওয়াদে গ্রামের বাসিন্দা ওই যুবতী মাসদুয়েক আগে আলট্রাসাউন্ড করিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসে। স্বামী-স্ত্রী দু'জনেরই মাথায় হাত। এবার কী হবে? চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করেছেন তাঁরা।
Published at : 15 Jul 2023 07:09 PM (IST)
আরও দেখুন






















