এক্সপ্লোর
Health Tips: সুগন্ধী মাজন নয়, সর্ষের তেল আর লবণেই জব্দ হবে ব্যাকটিরিয়া, দাঁত ও মাড়ির আদর্শ দাওয়াই
Oral Health: জ্বরের মুখে সর্ষের তেল ও লবণ দিয়ে দাঁত মাজতে বলতেন বড়রা। এর প্রচলন যুগ যুগ ধরেই।
ছবি: পিক্সাবে।
1/10

প্রাণ ধারণের জন্য অক্সিজেন যেমন জরুরি, দাঁত ভাল রাখতে তেমনই জরুরি এনামেল। দাঁতের উপর যে সাদা প্রলেপ থাকে, তাকেই বলে এনামেল। দাঁতের ক্ষয় রোধ করে এই এনামেল।
2/10

খাবার চিবনোর সময় বা অন্য কোনও কারণে ঘর্ষণ হলে এনামেল দাঁতকে রক্ষা করে। কিন্তু এনামেলের ক্ষয় শুরু হলে দাঁত ভাল রাখা যায় না কোনও ভাবেই, লম্বা-চওড়া দাবি করলেও, বাজারে প্রাপ্ত কোনও মাজন, মাউথওয়াশই দাঁতকে পুরোপুরি রক্ষা করতে পারে না।
Published at : 18 Jun 2023 10:25 PM (IST)
আরও দেখুন






















