By : abp ananda | Updated at : 03 Mar 2022 07:50 PM (IST)
প্রতীকী চিত্র
1/10
শরীর ঠিক রাখতে ব্যায়াম জরুরি। অনেকে বাধ্য হয়ে, অনেকে স্বেচ্ছায় নিয়মিত শরীরচর্চা করে থাকেন। উপকারও মেলে হাতেনাতে।
2/10
চিকিৎসকরা জানাচ্ছেন, সবার জন্য একই ধরনের শরীরচর্চা উচিত নয়। সবার শরীরের গঠন আলাদা, সেই ভাবেই বেছে নেওয়া উচিত ব্যায়ামের ধরন।
3/10
প্রথম থেকেই শরীরে খুব চাপ দেওয়া উচিত নয়। যেহেতু নতুন অভ্যেস। তাই শরীরকে নতুন নিয়মের সঙ্গে মানানোর সময় দেওয়া প্রয়োজন। নয়তো শরীর খারাপ হতে পারে।
4/10
সবার জন্য ভারী ওজন নিয়ে ব্যায়াম করা উচিত নয়। ডাক্তারের পরামর্শ মেনে, শরীর বুঝে তবেই ওয়েট এক্সারসাইজ করা উচিত।
5/10
টানা জিম করা উচিত না। মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে। শরীরচর্চার সময় প্রশিক্ষকদের যাবতীয় পরামর্শ মেনে চলুন।
6/10
সাঁতারের ক্ষেত্রেও কখনও বেশিক্ষণ খাটা উচিত নয়। এতে হৃদযন্ত্রে চাপ পড়তে পারে। শরীরে অন্য সমস্যাও হতে পারে।
7/10
পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া জরুরি। পেশির ক্লান্তি এড়াতে জল বা ফলের রস খেতে হবে। রাখা যায় বিশেষ ডায়েটও। শরীরে তাপমাত্রা স্বাভাবিক রাখতেও সাহায্য করে জল।
8/10
প্রয়োজনের তুলনায় কখনও বেশি এক্সারসাইজ নয়। ধীরে ধীরে প্রশিক্ষকের পরামর্শ মেনে চলবে হবে। মাঝে প্রয়োজন নিখাদ বিশ্রামও।
9/10
মাংসপেশির আরামের জন্য প্রয়োজন স্ট্রেচিং। পেশির নমনীয়তা ঠিক রাখতে খুব জরুরি। সাঁতার বা জিমের পর সামান্য কিছু সময় স্ট্রেচিং করা দরকার।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। ছবি: pixabay