এক্সপ্লোর
Skin Care: শীত আসার আগে ত্বকের যত্ন নেবেন কীভাবে ?
Winter Skin Care : শীত আসার আগে ত্বকের যত্ন নেবেন কীভাবে ? দেখুন একনজরে
শীত আসার আগে ত্বকের যত্ন নেবেন কীভাবে ?
1/10

মাস অনুযায়ী এখনও আর ঋতু পরিবর্তন হয় না। তবে বছর শেষের এই সময়টায় ত্বকের বিশেষ যত্ন নিতে বলা হয়।
2/10

কারণ শীত ঢোকার আগে থেকেই ত্বকের যত্ন করলে, ফেঁটে যাওয়ার আশঙ্কা কমে আসে অনেকটাই।
3/10

নভেম্বরে একটু একটু করে আর্দ্রতা কমলেই , শুষ্কতায় ঠোঁট ফাটা শুরু হবে। এসময় ময়শ্চেরাইজার সঙ্গে রাখা উচিত।
4/10

তৈলাক্ত ত্বক হলে, টোনার ব্যবহার করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
5/10

পাশাপাশি সূর্যের ক্ষতিকারক রশ্মিও প্রভাব ফেলতে পারে ত্বকে। তাই সানস্ক্রিনও ব্যবহার করা উচিত।
6/10

স্কিন টোনার ত্বকের পিএইচ ধরে রাখতে সাহায্য করে। আর্দ্রতার মাত্রাও ঠিক রাখে।
7/10

এখনও সেইভাবে ঠান্ডা পড়া শুরু হয়নি। তাই খুব বেশি গরম জল নিয়ে চান করাটা ঠিক হবে না।
8/10

অতিরিক্ত ফুটন্ত জল আমাদের ত্বকের ক্ষতি করে। তাই হালকা গরম ও ঠান্ডা মেশানো জলেই চান করা ঠিক হবে।
9/10

আরেকটা বিষয় শীতকালে ডিহাইড্রেশনের প্রবল আশঙ্কা থাকে। তাই সারাদিনে ২ থেক ৩ লিটার জল খাওয়া উচিত।
10/10

তবে স্ক্রিনে বড় কোনও সমস্যা ধরা পড়লে, কোনও ঝুঁকি না নিয়ে চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
Published at : 02 Nov 2024 10:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















