এক্সপ্লোর
Health: জাঁকিয়ে শীতের আমেজে জমিয়ে স্ন্যাক্স ? তারপর শরীর খারাপ ? কী করবেন ?
Snacks During Winter: বছর শেষে চিকেনের স্ন্যাক্সে মন। এদিকে আচমকাই বমি ভাব, পেট ব্যাথা, রইল ঘরোয়া টোটকা।

জাঁকিয়ে শীতের আমেজে জমিয়ে স্ন্যাক্স ? তারপর পেট ব্যাথা ? কী করবেন ?
1/10

সবার আগে আপনি গ্রিলড হোক কিংবা ফ্রায়েড চিকেন, যাই খান না কেন, কতগুলি জিনিস মাথায় রাখবেন।
2/10

চিকেন স্ন্যাক্স খাওয়ার সময় সম্ভব হলে দেখুন, ফ্লেশগুলি হালকা হলেও চেবানো যাচ্ছে কিনা, পুরো মিহি হলে বেশি দিনের পুরনো হতে পারে। তবে এই তত্ত্ব চিকেনের সব আইটেমে খাটবে না।
3/10

আপনি চিকেন পেস্ট করা কোনও আইটেম খেলে তা বোঝা অনেকটাই কঠিন। তখন প্যাকেজিং ডেট ভালো করে দেখে নিন। দোকানে কতটা বিক্রি হচ্ছে, সেই আইটেম সেটা বুঝে কিনুন।
4/10

কিন্তু কথা হচ্ছে, এত কিছু খেয়াল করা হয়নি, আপনি খেয়ে নিয়েছেন। তারপর শরীর খারাপ। এটা দুটো কারণ হতে পারে।
5/10

এক খাবার ভাল ছিল না, ফার্মেন্টেশন হয়ে গিয়েছে। অথবা, আপনি প্রায়শই স্ন্যাক্স খাচ্ছেন, সেটা থেকে কোনও অসুবিধা তৈরি হয়েছে।
6/10

যদি বমিবমি ভাব আসে, ওষুধ প্রথমেই খাবেন না। বমি করার চেষ্টা করুন। না হলে চিকিৎসকের পরামর্শ নিন। কিন্তু নিজে ওষুধ খাবেন না। হিতে বিপরীত হতে পারে।
7/10

চিকেনের আইটেম খাবার পর পারলে টক দই জাতীয় কিছু খাবার চেষ্টা করুন। রায়তা খান।
8/10

খাবার দোকানে পারলে নজরে রাখুন রান্নাঘর। একটু যদি দেখতে পান , তাহলে বোঝার চেষ্টা করুন, কী তেলে রান্না করছে, পাম্প অয়েল নাকি রিফাইন অয়েল।
9/10

একদম খোলা দোকান থেকে খাওয়ার আগে, দেখুন, তা কী হাইজিন মেনটেন করে খাওয়াচ্ছে, যদি ঠিক থাকে, তবেই খান। তবে এটা ঝা ঝকঝকে রেস্তরাতেও হতে পারে। তাই চোখ খোলা রাখুন।
10/10

শীতের মরসুমে চারিদিক অনুষ্ঠান, তাই শরীর বুঝে খাওয়া দাওয়া করুন।
Published at : 20 Dec 2022 05:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
