এক্সপ্লোর
Zohran Mamdani: হাত দিয়ে খাবার খাওয়ায় ট্রোল হয়েছেন নিউ ইয়র্কের মেয়র জ়োহারান মামদানি, তবে এর উপকারিতা কিন্তু বিশাল
Eating food: স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাত দিয়ে খাবার খাওয়ার বৈজ্ঞানিক কারণ রয়েছে। এটি হজমক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা ও খাদ্যাভ্যাসে ভালো প্রভাব ফেলে।
হাত দিয়ে খাওয়ার কী কী উপকারিতা রয়েছে?
1/8

যখন আমরা হাত দিয়ে খাই, তখন খাবার তুলতে, ভাঙতে এবং মেশাতে একটু সময় লাগে। এর ফলে আমরা ধীরে ধীরে খাই, বেশি চিবোই এবং আমাদের লালা ভালোভাবে তৈরি হয়।
2/8

এর ফলে পেটে এনজাইম এবং অ্যাসিড সঠিক পরিমাণে তৈরি হয়, যা খাবার ভালোভাবে হজম করতে সাহায্য করে। ধীরে খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও কমে যায়।
Published at : 07 Nov 2025 04:11 PM (IST)
Tags :
Zohran Mamdaniআরও দেখুন
Advertisement
Advertisement






















