এক্সপ্লোর
Heat Stroke : কীভাবে বুঝবেন হিট স্ট্রোক হয়েছে? ব্রেন স্ট্রোকের সঙ্গে কীসের ফারাক?
গরম থেকে যে কোনও অসুখই কি হিট স্ট্রোক ? হিট স্ট্রোক কি ব্রেন স্ট্রোকের মতোই? নাকি আলাদা কিছু ? এই নিয়ে এবিপি লাইভ কথা বলেছিল চিকিৎসক সুমন মিত্রের সঙ্গে।

Heat Stroke : কীভাবে বুঝবেন হিট স্ট্রোক হয়েছে?
1/9

তীব্র হয়েছে গরম। মহানগরের তাপমাত্রা পৌঁছে যাচ্ছে ৪০ ডিগ্রির কাছাকাছি। এই সপ্তাহেই ৩৮ ডিগ্রি ছোঁবে তাপমাত্রা।
2/9

রাজ্যের বেশ কয়েকটি জেলাতেই বইছে লু। তাপপ্রবাহের কথা ভেবে বারবার সতর্ক করছে আবহাওয়া দফতর। এরই মধ্যে সারা দেশ জুড়ে ভোটের হাওয়া সরগরম।
3/9

ভোটের আবহে চড়ছে রাজনৈতিক দ্বন্দ্বের পারদ। সেই সঙ্গে পারদ চড়াচ্ছে প্রকৃতিও। এই সময় অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হন। হিট স্ট্রোক কথাটার সঙ্গে তো পরিচয় সবারই আছে। কিন্তু রোগটা আদতে কী
4/9

গরম থেকে যে কোনও অসুখই কি হিট স্ট্রোক ? হিট স্ট্রোক কি ব্রেন স্ট্রোকের মতোই? নাকি আলাদা কিছু ? এই নিয়ে এবিপি লাইভ কথা বলেছিল চিকিৎসক সুমন মিত্রের সঙ্গে।
5/9

চিকিৎসক সুমন মিত্র জানালেন, যাঁরা বেলা ১১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে কোনও কারণে রোদে বের হচ্ছেন, যাঁদের বয়স ৫৫ বছরের বেশি বা ১০-১৫বছরের কম, তাঁরাই মূলত হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন।
6/9

শরীর তার ভিতরের তাপের ভারসাম্য বজায় রাখে নিজস্ব শারীরবৃত্তীয় কৌশলে। কিন্তু এখন রোদের তাপ এতটাই বেশি যে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যাচ্ছে। শরীর তখন সেই ব্যালেন্সটা দরে রাখতে পারছে না। ফলে পথে-ঘাটে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। অনেক সময়ই অজ্ঞান হয়ে পড়ার মত পরিস্থিতি হচ্ছে। ব্ল্যাক আউট হচ্ছে। এটাই হিট স্ট্রোক।
7/9

ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে দেখা যায় কোনও কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালন কমে গিয়েছে। সেই ক্ষেত্রে দেখা যায় রোগীরা অসুস্থ হয়ে পড়েন। তাঁরা অনেক ক্ষেত্রে হাত-পা নাড়াতে পারে না। শরীরের কোনও একদিকের সাড় চলে যায়। জিভ এলিয়ে যায়। কথা বলার সমস্যা হয়। কিন্তু হিট স্ট্রোকের ক্ষেত্রে সেটা ঘটে না।
8/9

হিট স্ট্রোকটা একেবারে আলাদা। যখন গরমের কারণে শরীরে গরম-ঠান্ডা নিয়ন্ত্রণে সমস্যা হয়, তখন মানুষ একেবারে মাটিতে নুইয়ে পড়েন। শরীর গরম-ঠান্ডা ভারসাম্যটা ঠিক রাখতে পারে না।
9/9

এই অবস্থায় প্রয়োজন ছায়ায় নিয়ে যাওয়া, পর্যাপ্ত জল দেওয়া বা প্রয়োজনে হাসপাতালে নিয়ে গিয়ে স্যালাইন দেওয়া। যখন দেখা যাচ্ছে রোগীর শ্বাস-প্রশ্বাস ব্যাহত হচ্ছে, রোগী ঠিক করে শ্বাস নিতে পারছেন না কিংবা প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে, অতিরিক্ত বমি হচ্ছে, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আসছে না, সেক্ষেত্রে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। যত কাছাকাছি সম্ভব হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে।
Published at : 05 Apr 2024 04:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
