এক্সপ্লোর
Hair Problems: 'রিসিডিং হেয়ারলাইন'- এই সমস্যা কেন দেখা যায়? কীভাবে নিরাময় সম্ভব?
Hair Care Tips: রিসিডিং হেয়ারলাইন বা স্ক্যাল্পের ক্রাউন এরিয়া থেকে চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা বয়স বাড়লে অর্থাৎ এজিংয়ের কারণে দেখা যায়। এছাড়াও জিনগত ভাবে এই সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

চুলের একাধিক সমস্যায় আজকাল নাজেহাল হন নারী পুরুষ উভয়ের। এর মধ্যে একটি গুরুতর সমস্যা হল রিসিডিং হেয়ারলাইন। আসলে এই সমস্যা কী, কেন দেখা যায়, সমস্যা এড়াতে কী কী করবেন, চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি তথ্য।
2/10

রিসিডিং হেয়ারলাইন হল মাথার তালু বা স্ক্যাল্পের সামনের দিকের অংশ থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাওয়ার সমস্যা। অর্থাৎ মাথার ক্রাউন এরিয়ার চুল পাতলা হয়ে যায়।
Published at : 17 Oct 2023 12:19 AM (IST)
আরও দেখুন






















