এক্সপ্লোর
Personal Hygiene: যেমন তেমন করে মোজা কাচবেন না, কেচে শুকিয়ে ইস্ত্রি করে নিন অবশ্যই
Washing Socks Properly: মোজা কীভাবে কাচবেন, সঠিক উপায় জানুন। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

ছুটির দিনে আসলে ছুটি মেলে না। বরং বাড়ির হাজারো কাজ কাঁধে চেপে বসে। বাড়ি পরিষ্কার থেকে, রান্না, কাচাকাচি, কখন যে সময় পেরিয়ে যায়, বুঝতেও পারি না আমরা।
2/10

কিন্তু জামা-কাপড়, বিছানার চাদর কাচলেও, রোজ যে মোজা পরি আমরা, সেই মোজা কাচার ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়ার কথা মাথায় আসে না, যা মারাত্মক ভুল বলে মত মাইক্রোবায়োলিস্টদের।
Published at : 03 Aug 2025 03:17 PM (IST)
আরও দেখুন




















