এক্সপ্লোর
Toxic Mother In Law: একটুতেই অশান্তি, ঠোকাঠুকি? শাশুড়ির সঙ্গে সংঘাত সামাল দেবেন যেভাবে...
Relationship Tips: সংসার সুখের হয়...সকলের গুণে। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

দাম্পত্য সম্পর্ক মানে সুখ-দুঃখে দু’জন মানুষের পাশাপাশি থাকার অঙ্গীকার। কিন্তু ভারতীয় সমাজে বিয়ে শুধুমাত্র দু’জন মানুষের জীবনের প্রশ্ন নয়,তার সঙ্গে জড়িয়ে থাকে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং পরিবারের অন্যদের ভাল থাকা, খারাপ থাকাও।- ছবি: ফ্রিপিক।
2/10

মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, বিয়ের পর শাশুড়ির সঙ্গে সখ্য গড়ে উঠতেই সময় লেগে যায় অনেকটা। কিছু ক্ষেত্রে শাশুড়ির বিরুদ্ধে সবেতে নাক গলানোর অভিযোগ ওঠে, কিছু ক্ষেত্রে আবার ছেলেকে হাতের পুতুল করে রাখার অভিযোগও সামনে আসে। এক্ষেত্রে ঝগড়াঝাঁটি নয়, বরং বুদ্ধি করে পরিস্থিতি সামাল দিতে হবে। ছবি: ফ্রিপিক।
Published at : 12 May 2024 07:22 PM (IST)
আরও দেখুন






















