এক্সপ্লোর
Learning Swimming: সাঁতারের সাতকাহন, আড়ষ্টতা কাটিয়ে উঠুন নিজেই
সাঁতার শেখার টিপস।
1/11

জল থৈ থৈ সমুদ্র, রিসর্টের ঝকঝকে সুইমিং পুল, দেখলেই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হয়। কিন্তু প্রাণভয়ে মনের ইচ্ছে থেকে যায় মনেই। সাঁতার না জানা প্রত্যেকেই কখনও না কখনও দোটানার মধ্যে দিয়ে গিয়েছেন।
2/11

কিন্তু ছোটবেলায় যা রপ্ত হয়নি, বড়বেলায় তা নিয়ে মাথাব্যথা চান না অনেকেই। তাই পাড়ে বসেই দুধের স্বাদ ঘোলে মিটিয়ে চলে আসেন তাঁরা। যদিও সাঁতার শেখা হাতিঘোড়া কোনও ব্যাপার নয়।
Published at : 01 Apr 2022 03:26 PM (IST)
আরও দেখুন






















