এক্সপ্লোর
Skin Care with Banana: ব্রনর সমস্যা দূর করে কলার খোসা, ত্বকের আর কী কী সমস্যা মেটায় এই ফল?
Skin Care Tips: ত্বকের একাধিক সমস্যা দূর করতেও যে কলা অপরিহার্য সেকথা অনেকেরই অজানা। এবার দেখে নেওয়া যাক আপনার ত্বকের কোন কোন সমস্যা সহজেই দূর করে কলা।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

ঘরোয়া পদ্ধতিতে ত্বকের পরিচর্যা করা সবসময়েই ভাল। এক্ষেত্রে ভরসা রাখতে পারেন কলা দিয়ে তৈরি ফেসপ্যাক বা ফেসমাস্কে।
2/10

ব্রনর সমস্যা দূর করে- কলার খোসা, যা সাধারণত আমরা ফেলে দিই, এই উপকরণ ব্রনর সমস্যা কমাতে কাজে লাগে। কলার খোসা সরাসরি যদি ব্রনর অংশে ব্যবহার করা যায় তাহলে উপকার পাবেন।
Published at : 06 May 2023 08:16 AM (IST)
আরও দেখুন






















