এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Lifestyle: আড়াল নয়, দিনের এই সময়ে নিশ্চিন্তে আসুন সূর্যের আলোয়
Sun Exposure:সূর্যের আলো শরীরের পক্ষে ভাল না খারাপ? এই নিয়ে আলোচনা-চিন্তার শেষ নেই। কিন্তু বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, ভাল ঘুম হওয়া থেকে অবসাদ নিয়ন্ত্রণ, সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সূর্যের আলোর।
![Sun Exposure:সূর্যের আলো শরীরের পক্ষে ভাল না খারাপ? এই নিয়ে আলোচনা-চিন্তার শেষ নেই। কিন্তু বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, ভাল ঘুম হওয়া থেকে অবসাদ নিয়ন্ত্রণ, সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সূর্যের আলোর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/cf8f237cb33554d5dd23edd0235c48c61667120611095482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আড়াল নয়, দিনের এই সময়ে নিশ্চিন্তে আসুন সূর্যের আলোয়
1/8
![সূর্যের আলো শরীরের পক্ষে ভাল না খারাপ? ভাল হলে আদৌ কতটা? খারাপ হলে কী ভাবে সুরক্ষিত থাকবেন?এই নিয়ে আলোচনা-চিন্তার শেষ নেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/25e6b31221225508d4ca7b7e3c6c076ae1db0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সূর্যের আলো শরীরের পক্ষে ভাল না খারাপ? ভাল হলে আদৌ কতটা? খারাপ হলে কী ভাবে সুরক্ষিত থাকবেন?এই নিয়ে আলোচনা-চিন্তার শেষ নেই।
2/8
![কিন্তু বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, ভাল ঘুম হওয়া থেকে অবসাদ নিয়ন্ত্রণ, সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সূর্যের আলোর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/641806a28a3f44df54bedb4a63cb4671c9ad8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, ভাল ঘুম হওয়া থেকে অবসাদ নিয়ন্ত্রণ, সবেতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সূর্যের আলোর।
3/8
![ডায়াবিটিস নিয়ন্ত্রণে জরুরি ভূমিকা রয়েছে সূর্যালোকের। বিশেষত ইনসুলিন তৈরির ক্ষেত্রে পরোক্ষ ভাবে কাজে দেয় এটি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/1ab9bb7f14cb37830782e52b176ec520a8687.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডায়াবিটিস নিয়ন্ত্রণে জরুরি ভূমিকা রয়েছে সূর্যালোকের। বিশেষত ইনসুলিন তৈরির ক্ষেত্রে পরোক্ষ ভাবে কাজে দেয় এটি।
4/8
![যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাঁদের ক্ষেত্রেও সূর্যের আলো উপকারী। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/785e4ff6d4bcf55569521a1755cc9bd0ec811.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যাঁদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাঁদের ক্ষেত্রেও সূর্যের আলো উপকারী। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
5/8
![এবার আসা যাক রোগ প্রতিরোধক্ষমতায়। দীর্ঘদিন ধরে অটোইমিউন ডিজিজের চিকিৎসায় সূর্যালোকের ব্যবহার প্রচলিত ছিল। রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি দারুণ কাজে দিতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/69ec8ae28f6057d47e930d2816a42389d61ba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এবার আসা যাক রোগ প্রতিরোধক্ষমতায়। দীর্ঘদিন ধরে অটোইমিউন ডিজিজের চিকিৎসায় সূর্যালোকের ব্যবহার প্রচলিত ছিল। রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি দারুণ কাজে দিতে পারে।
6/8
![এছাড়াও সূর্যের আলোর আরও বেশ কিছু উপকারিতা রয়েছে। যেমন ভিটামিন ডি তৈরিতে এটি অত্যন্ত জরুরি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/64c837ae614ddf96d4e72b84d5d5aa5e24165.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এছাড়াও সূর্যের আলোর আরও বেশ কিছু উপকারিতা রয়েছে। যেমন ভিটামিন ডি তৈরিতে এটি অত্যন্ত জরুরি।
7/8
![ত্বকের সমস্যা সমাধানেও বহু সময়ে এটি কাজে দেয়। সুতরাং সূর্যের আলো ক্ষতিকর, এই ভাবনা হয়তো সকলের ক্ষেত্রে সঠিক নাও হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/7703e5f95e79bdd9e184ea914a8933275b58a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ত্বকের সমস্যা সমাধানেও বহু সময়ে এটি কাজে দেয়। সুতরাং সূর্যের আলো ক্ষতিকর, এই ভাবনা হয়তো সকলের ক্ষেত্রে সঠিক নাও হতে পারে।
8/8
![অবসাদের বিরুদ্ধে লড়াইয়েও কার্যকরী ভূমিকা রয়েছে সূর্যের রোদের। তবে সব ক্ষেত্রেই ভোরের নরম আলোর উপরই জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/30/8c2675a0cb047fde5c6dbb1fe33ee641e9648.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অবসাদের বিরুদ্ধে লড়াইয়েও কার্যকরী ভূমিকা রয়েছে সূর্যের রোদের। তবে সব ক্ষেত্রেই ভোরের নরম আলোর উপরই জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
Published at : 30 Oct 2022 02:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)