শীতকাল মানেই ত্বকের সমস্যা, চুলের সমস্যা। বড়রা চুলে তেল লাগানোর কথা বললেও, তেলে আমাদের অনেকেরই অ্যালার্জি। তেল মাখলে মাথা ধরা, চোখ জ্বালা করা, এমন সমস্যায় পড়েন অনেকেই।
2/10
মাথায় তেল দিয়ে মাসাজ করলে অবশ্যই শুষ্কতা দূর হয়। কিন্তু চুলে শুধু তেল লাগালেই চলবে না, তা সঠিক ভাবে লাগানোও প্রয়োজন।
3/10
তাই সবার আগে স্ক্যাল্পের ধরন বোঝা প্রয়োজন। খুশকির সমস্যা না থাকলে চুলে তেল লাগানোয় সমস্যা নেই। বরং শুষ্ক ত্বককে বাঁচিয়ে তুলতে যেমন ভাবে তেল মাসাজ করেন, তেমন ভাবেই স্ক্যাল্পে তেল মাসাজ করা যায়।
4/10
কিন্তু স্ক্যাল্প যদি তেলতেল হয়ে? সে ক্ষেত্রে কী করণীয়? বিশেষজ্ঞদের মতে, সে ক্ষেত্রে স্ক্যাল্পে তেল না ছুঁইয়ে, চুলের দৈর্ঘ্য বরা বরাবর আঙুল চালানো উচিত। তাতে চুলের স্বাস্থ্যও বজায় থাকে। আবার স্ক্যাল্পও চিটচিট করে না।
5/10
দূষণের জেরে আজকাল চুলের অবস্থা আরও করুণ। শুস্ক, নিস্তেজ চুলের সমস্যায় ভোগেন অনেকেই। সে ক্ষেত্রে অল্প উষ্ণ অলিভ অয়েল, আমন্ড অয়েল অথবা ক্যাস্টর অয়েলে স্ক্যাল্প মাসাজ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
6/10
তেল মাথায় বাইরে বেরনো যায় না। সে ক্ষেত্রে শ্যাম্পু লাগানোরও বিশেষ পদ্ধতি রয়েছে। রোজ শ্যম্পু ব্যবহার করেন, পরিমাণ মতো তা হাতে ঢালুন। সরাসরি মাথায় না দিয়ে প্রথমে অর্ধেক মগ জলে তা মিশিয়ে নিন।
7/10
এ ক্ষেত্রে চুলের ভিতর পর্যন্ত শ্যাম্পু পৌঁছবে। তাই তেল চিটচিটে ভাব থাকবে না। শ্যাম্পু লাগানোর সময় দু'হাত দিয়ে তা ভাল করে চুলে মাখিয়ে নিতে হবে। একবার শ্যাম্পুতেই তেল চলে যাওয়া উচিত। তা না হলে দ্বিতীয় বার লাগাতে পারেন।
8/10
image 3
9/10
বেশি ক্ষণ মাথায় শ্যাম্পু লাগিয়ে রাখবেন না। এতে চুল শুষ্ক হয়ে যায়। বরং চুলে মাখিয়ে সঙ্গে সঙ্গেই ধুয়ে নিন।
10/10
শুধু চর্চা করলেই হবে না, যত্নও নিতে হবে চুলের। বাইরে বেরনোর সময় মাথা স্কার্ফ দিয়ে ঢেকে রাখুন।