এক্সপ্লোর
(Source: ECI | ABP NEWS)
Lifestyle:কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ততটাও কাছের নয় বলে মনে হয়? কী করবেন এক্ষেত্রে?
Relationship Tips:কাছের মানুষটি সর্বক্ষণ পাশেই রয়েছেন, তবুও কী যেন একটা নেই। এরকম অনুভূতি প্রায়ই হচ্ছে? কী করে বুঝবেন, আপনি আদৌ সম্পর্কটায় রয়েছেন কিনা?
কাছের মানুষের সঙ্গে সম্পর্ক ততটাও কাছের নয় বলে মনে হয়? কী করবেন এক্ষেত্রে?
1/9

কাছের মানুষটি সর্বক্ষণ পাশেই রয়েছেন, তবুও কী যেন একটা নেই। এরকম অনুভূতি প্রায়ই হচ্ছে? বা ধরুন বহু দিনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক এখনও কেন ঘনিষ্ঠ থেকে যাবে, তার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না?
2/9

আশপাশে তাকালে দেখা যাবে, কম-বেশি এই ধরনের অভিজ্ঞতা হয়তো আমাদের অনেকের রয়েছে। এখন প্রশ্ন হল, এই ধরনের অনুভূতি দীর্ঘদিন ধরে নিয়মিত হতে থাকলেও কি সেগুলি উপেক্ষা করা যায়? নাকি এই অনুভূতিগুলি আসলে এটিই বোঝাচ্ছে যে চেনা সম্পর্কের পরিসর ছেড়ে ইতিমধ্যে আপনি অনেকটা এগিয়ে গিয়েছেন?
3/9

থেরাপিস্ট, বিশেষত, মানবিক সম্পর্কের ভাঙাগড়া বা ওঠানামা নিয়ে যাঁরা নিত্য চর্চা করেন, তাঁদের কেউ কেউ বলছেন, এক্ষেত্রে কয়েকটি লক্ষণ আপনাকে বিষয়টি বুঝতে সাহায্য করতে পারে। যেমন ধরুন, আগের মতো কাছের মানুষটির সঙ্গে কোথাও যেতে বা কিছু করতে তাগিদ অনুভব করেন না?
4/9

যে সম্পর্কটা একসময়ে ভীষণ প্রিয় ও জরুরি ছিল, সেই একই সম্পর্ক এখন কি অনেক দূরের কিছু মনে হয়? এমন কিছু যার সঙ্গে সহজে যোগাযোগ তৈরি করতে পারছেন না? প্রশ্নের উত্তর 'না' হলে সম্পর্ক নিয়ে তলিয়ে ভেবে দেখার দরকার রয়েছে।
5/9

কাছের মানুষটির সঙ্গে যে সময় কাটাচ্ছেন, সেটার জন্য হঠাৎ, আচমকাই অনুশোচনা হয় কি? যদি হয়ে থাকে, তা কিন্তু এটা ইঙ্গিত দিতে পারে যে এই সম্পর্কে সন্তোষের অভাব রয়েছে।
6/9

বিশেষ মানুষটিকে আগে যতটা সময় দিতেন, তাঁর জন্য যতটা পরিশ্রম করতেন, এখন যদি মনে হয় সেই সময় ও শ্রম অন্য কোথাও দেওয়া দরকার, তা হলে একটু ভেবে দেখুন। কেন প্রিয় মানুষের থেকে অন্য কিছুতে সময় দিতে ইচ্ছা করছে?
7/9

যে সম্পর্ক একসময়ে আপনার জীবনকে অন্য অর্থ দিয়েছিল, সেই জীবনই কি এখন আর তেমন ভাল লাগে না? মনে হয়, অন্য রকম কোনও মানুষ, অন্য রকম পরিস্থিতি হলে সবটা ভাল হত?
8/9

নিয়মিত ও দীর্ঘ সময় ধরে যদি এই অনুভূতিগুলি আপনাকে তাড়িয়ে বেড়ায় এবং তার জেরে সম্পর্কে ধাক্কা দেয়, তা হলে একটু ভেবে দেখা দরকার। হতে পারে ধাক্কাটা সাময়িক, তার কারণ অন্য কোথাও লুকিয়ে রয়েছে। কিন্তু এও হতে পারে, যে সেই সম্পর্কের সময় ও পরিসর ছাপিয়ে আপনি বা আপনার সঙ্গী অনেকটা এগিয়ে গিয়েছেন।
9/9

নিজে থেকে বিষয়টি বুঝতে না পারলে 'রিলেশনশিপ থেরাপিস্ট'-র কাছে যেতে পারেন। তিনি হয়তো আপনাকে পরিস্থিতি বোঝাতে সাহায্য করবেন।
Published at : 09 Dec 2023 06:35 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























