এক্সপ্লোর
Lifestyle:ব্রেকফাস্টে এই খাবারগুলি ভুলেও নয়!
Foods To Avoid In Breakfast: দিনের প্রথম খাবার হিসেবে ব্রেকফাস্ট বা প্রাতঃরাশ অত্যন্ত জরুরি। যদিও বেশিরভাগ সময়ই ব্রেকফাস্টে কী খাওয়া যাবে ও যাবে না, সেটি নিয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকে না।

ব্রেকফাস্টে এই খাবারগুলি ভুলেও নয়!
1/8

দিনের প্রথম খাবার হিসেবে ব্রেকফাস্ট বা প্রাতঃরাশ অত্যন্ত জরুরি। যদিও বেশিরভাগ সময়ই ব্রেকফাস্টে কী খাওয়া যাবে ও যাবে না, সেটি নিয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকে না।
2/8

মাখন-পাউরুটি এখনও ব্রেকফাস্ট হিসেবে অনেকেরই প্রথম পছন্দের। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন, এতে বিপুল পরিমাণ ক্যালোরি ঢোকে শরীরে যা থেকে হিতে বিপরীতের আশঙ্কা বেশি।
3/8

চিনি মিশ্রিত যে কোনও ধরনের Cereal-ও না ব্রেকফাস্ট হিসেবে একেবারে উপযুক্ত নয়। খেতে ভাল হলেও এতে বেশিক্ষণ পেটভর্তি থাকে না।
4/8

সকালের খাবার মানে সঙ্গে ক্যাফিন দেওয়া পানীয় অনেকের কাছেই অবধারিত। কিন্তু এতে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় যার ফলে শরীর অতিরিক্ত ইনসুলিন নিঃসরণ করে। তাতে খিদের অনুভূতি ও খিটখিটে মেজাজ, দুটিই বেড়ে যায়।
5/8

Bagel। এই খাবারটিও আজকাল বহু বাঙালি বাড়ির ব্রেকফাস্ট টেবিলে দেখা যায়। কিন্তু বহু ক্ষেত্রে এর মধ্যে ক্রিম থাকে। তাতেও আখেরে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি।
6/8

প্রাতঃরাশের সঙ্গে অনেকে এনার্জি ড্রিঙ্কও সেবন করেন। এতে হঠাৎ করে এনার্জির মাত্রা বেড়ে গেলেও অল্পক্ষণের মধ্য়েই তা কমে যায়।
7/8

কৃত্রিম ফ্রুট জুস সেবনের ক্ষেত্রেও সতর্ক হওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। এতে চিনি মেশানো থাকে যা কিনা আখেরে শরীরের পক্ষে ক্ষতিকর।
8/8

বেশিরভাগ সময়ই এই ধরনের খাবারদাবার বা পানীয় প্রাতঃরাশের মেনুতে থাকেই। কিন্তু সেগুলি সম্পর্কে একটু সচেতন থাকলে বহু শারীরিক সমস্যা এড়ানো সম্ভব, আশা বিশেষজ্ঞদের।
Published at : 23 May 2023 10:40 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
