এক্সপ্লোর
Lifestyle:অস্টিওআর্থারাইটিসের ব্যথা কমাতে কী করবেন?
Arthritis Pain: কখনও হাঁটু, কখনও আবার কোমর। গাঁটের ব্যথা যেন বয়স নির্বিশেষে এখন কম-বেশি অনেকেরই সমস্যার কারণ। ব্যথার উপশমে ওষুধ তো বটেই, বেশ কিছুক্ষেত্রে দারুণ কার্যকরী হতে পারে খাবার।
অস্টিওআর্থারাইটিসের ব্যথা কমাতে কী করবেন?
1/8

কখনও হাঁটু, কখনও আবার কোমর। গাঁটের ব্যথা যেন বয়স নির্বিশেষে এখন কম-বেশি অনেকেরই সমস্যার কারণ। এর অন্যতম কারণ অস্টিওআর্থারাইটিস।
2/8

ব্যথার উপশমে ওষুধ তো বটেই, বেশ কিছুক্ষেত্রে দারুণ কার্যকরী হতে পারে খাবার। তাই বিশেষজ্ঞদের অনেকে ডায়েট-চার্টের দিকেও নজর দিতে বলেন।
3/8

খাবারের তালিকায় মাছ রাখতে পারলে প্রদাহ অনেকটাই কমতে পারে, মনে করেন কেউ কেউ। বিশেষত ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ স্যামন মাছ এসব ক্ষেত্রে খুব উপকারী।
4/8

বাদামকেও অনেকে কার্যকরী বলে মনে করেন। ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক-সমৃদ্ধ এই খাবার প্রদাহ কমাতে উপকারী ভূমিকা নেয়।
5/8

রান্নায় একস্ট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করে দেখতে পারেন। ভিটামিন ডি-র সঙ্গে এটি যৌথভাবে ব্যবহার করলে হাড়ের ক্ষয় বহু ক্ষেত্রে আটকানো যায়।
6/8

স্যামন ছাড়া টুনা, ম্যাকেরেল জাতীয় মাছ খেলেও লাভ হতে পারে। যাঁরা মাছ খান না, তাঁদের জন্য ফিশ ওয়েল সাপ্লিমেন্ট রয়েছে।
7/8

মাছ তো রয়েছেই। তা ছাড়া ব্লুবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি-সহ নানা ফলও উপকারী।
8/8

সহজ কথায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে বহুলাংশে অস্টিওআর্থারাইটিসের ব্যথা কমতে পারে। তবে এর পরও সমস্যা নিয়ন্ত্রণে না এলে বিশেষজ্ঞের কাছে যাওয়াই শ্রেয়।
Published at : 24 Oct 2022 11:47 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















