এক্সপ্লোর
Lifestyle:বরফ গলা জলে মুখ ডুবিয়ে দেখেছেন? মিলতে পারে নানা উপকার
Ice Water Face Dip:বরফ গলা জল যে ত্বকের পক্ষে উপকারী, সেটি কম-বেশি অনেকের জানা। কিন্তু এটি মুখে ব্যবহার করাও যে দুরন্ত কাজে দেয়, সেটি বোধহয় অনেকেই খেয়াল করেন না।
বরফ গলা জলে মুখ ডুবিয়ে দেখেছেন? মিলতে পারে নানা উপকার
1/8

বরফ গলা জল যে ত্বকের পক্ষে উপকারী, সেটি কম-বেশি অনেকের জানা। কিন্তু এটি মুখে ব্যবহার করাও যে দুরন্ত কাজে দেয়, সেটি বোধহয় অনেকেই খেয়াল করেন না।
2/8

কী কী ফয়দা বরফ গলা জলের? এক এক করে দেখে নেওয়া যাক।
3/8

মুখে কোনও ধরনের লালচে ভাব, প্রদাহ বা এই জাতীয় সমস্যা রয়েছে? তা হলে বরফ গলা জলে ব্যবহার করে দেখতে পারেন।
4/8

তাপমাত্রা কম হওয়ায় এই জলের মধ্যে মুখ কিছুক্ষণ ডুবিয়ে রাখলে ক্যাপিলারিগুলি সঙ্কুচিত হয়ে যায়। ফলে প্রদাহ বা লালচে ভাবের সমস্যা কমে।
5/8

মুখের উপরিভাগে কোনও জ্বালাপোড়ার অনুভূতি থাকলেও দুরন্ত কাজে দিতে পারে বরফগলা জল।
6/8

ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে। জ্বালাপোড়ার অনুভূতি নিয়ন্ত্রণে আনতেও এর জুড়ি মেলা ভার।
7/8

যে কোনও ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট বা ত্বকচর্চার সামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও কার্যকরী হতে পারে বরফগলা জল।
8/8

এতে মুখ ডুবিয়ে রাখলে ত্বকচর্চার ক্রিম বা অন্য যে কোনও ধরনের সামগ্রী শুষে নেওয়ার প্রক্রিয়াটি সহজতর হয়। ফলে আরও কার্যকরী হতে পারে ওই প্রোডাক্টগুলি।
Published at : 05 Jun 2023 09:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























