এক্সপ্লোর
Lifestyle:জটিল হয়ে গিয়েছে সম্পর্ক? 'জট' খুলতে ভেবে দেখতে পারেন এগুলি
Relationship Issues:কাছের মানুষ, প্রিয় মানুষের সঙ্গে কথায় কথায় ঝগড়া হচ্ছে? প্রায়ই মুখ দেখাদেখি বন্ধ? কী ভাবে সম্পর্ক ভাল করবেন, বুঝতে পারছেন না?
জটিল হয়ে গিয়েছে সম্পর্ক? 'জট' খুলতে ভেবে দেখতে পারেন এগুলি
1/8

কাছের মানুষ, প্রিয় মানুষের সঙ্গে কথায় কথায় ঝগড়া হচ্ছে? প্রায়ই মুখ দেখাদেখি বন্ধ? কী ভাবে সম্পর্ক ভাল করবেন, বুঝতে পারছেন না?
2/8

এ নিয়ে কিছু পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। প্রথমত, যে কোনও সম্পর্কে এই ধরনের টানাপড়েন এক দিনে তৈরি হয় না। বার বার ঘটলেও দেখা যাবে, তাদের মধ্যে একই ধরনের একটা প্যাটার্ন বা ছাঁচ রয়েছে। সেটা বোঝার চেষ্টা করে দেখা যেতে পারে।
Published at : 23 Aug 2023 05:50 AM (IST)
আরও দেখুন






















