এক্সপ্লোর
Lifestyle:পরীক্ষার আগে অ্যাংজাইটি? কী ভাবে কমাবেন?
Exam Anxiety:মাঝরাতে হঠাৎ ঘুম থেকে ধড়ফড় করে উঠে বসা, পেট গুড়গুড়, বার বার পড়া সত্ত্বেও কিছুই মনে না থাকা--চেনা উপসর্গ তো? অল্প কথায় এই সবকটির নাম 'Exam Anxiety।'

পরীক্ষার আগে অ্যাংজাইটি? কী ভাবে কমাবেন?
1/7

ঘুম। পরীক্ষার আগে প্রস্তুতির জন্য অনেকেই নাওয়া-খাওয়া ভুলে যান। এতে হিতে বিপরীত হয়। বরং পর্যাপ্ত ঘুম স্মৃতিশক্তি ও মনোযোগের ক্ষমতা বাড়িয়ে দেয়।
2/7

পরীক্ষার আগে কম-বেশি এই উদ্বেগ বা চিন্তা আমাদের অনেকেরই হয়। কিন্তু মাত্রাতিরিক্ত হলে তা পরীক্ষায় প্রভাব ফেলতে পারে। ক্ষতি করতে পারে শরীরের।
3/7

মনোবিদরা জানাচ্ছেন, কয়েকটি সহজ বিষয় মাথায় রাখলে সহজেই এই উদ্বেগ কাটানো সম্ভব। প্রথমেই ,অন্যমনস্ক করতে পারে এমন সব কিছু থেকে দূরে থাকতে হবে।
4/7

নির্দিষ্ট করে বললে লেখাপড়ার সময় ফোন, মোবাইল বা টেলিভিশনের দিকে নজর নয়। বিরতির সময় হাঁটা, হালকা এক্সারসাইজ বা গান শোনা যেতে পারে।
5/7

সুষম খাবার। অত্যন্ত জরুরি। এতে বাড়তি স্ট্রেস কমে এবং মনোযোগ লেখাপড়াতেই থাকে।
6/7

একসঙ্গে একাধিক কাজ করা যাবে না। এতে কাজের গুণগত মান পড়ে যেতে পারে।
7/7

যে কোনও ধরনের উদ্বেগ কমাতে দারুণ কাজে দেয় 'ডিপ ব্রিথিং'। পরীক্ষার আগেও কার্যকরী হতে পারে এটি। তবে এর পরও অ্যাংজাইটি না কমলে বিশেষজ্ঞের কাছে যাওয়া দরকার।
Published at : 09 May 2023 09:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
