এক্সপ্লোর
Lifestyle Tips:বেকিং সোডা নাকি জল? কী দিয়ে আঙুর পরিষ্কার করা নিরাপদ?
Wash And Store Grapes:থোকায় থাকা আঙুর দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও লোভনীয়। কিন্তু ঠিক ভাবে পরিষ্কার না করলে এই উপাদেয় ফল থেকে বহু সমস্যা হতে পারে, সতর্ক করেন বিশেষজ্ঞরা।
বেকিং সোডা নাকি জল? কী দিয়ে আঙুর পরিষ্কার করা নিরাপদ? (ছবি:PIXABAY)
1/8

ফল বললে কোন ছবিটা চোখের সামনে ভেসে ওঠে? অনেকের ক্ষেত্রেই উত্তরটা হয়তো আঙুর। থোকায় থাকা আঙুর দেখতেও যেমন আকর্ষণীয়, খেতেও লোভনীয়। কিন্তু ঠিক ভাবে পরিষ্কার না করলে এই উপাদেয় ফল থেকে বহু সমস্যা হতে পারে, সতর্ক করেন বিশেষজ্ঞরা। (ছবি:PIXABAY)
2/8

রাসায়নিকের অবশিষ্ট অংশ, ব্যাকটিরিয়া কিংবা ছোটখাটো পোকামাকড়-- ঠিকঠাক ভাবে আঙুর না ধুলে তা থেকে এই সমস্ত কিছু শরীরে ঢোকার আশঙ্কা থেকে যায়। তাই সেটি সঠিক ভাবে পরিষ্কার করা ও তার পর তা ঠিক ঠাক ভাবে সংরক্ষণ অত্যন্ত জরুরি। (ছবি:PIXABAY)
Published at : 28 Mar 2024 11:12 AM (IST)
আরও দেখুন






















