এক্সপ্লোর
Papaya: কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, হাড়ের দেখভাল করে, পেঁপের গুণাগুণ জানলে অবাক হবেন
কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, হাড়ের দেখভাল করে, পেঁপের গুণাগুণ জানলে অবাক হবেন
![কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, হাড়ের দেখভাল করে, পেঁপের গুণাগুণ জানলে অবাক হবেন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/952a643306eafac38c10ce321726e41c1679458023459176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পেঁপের উপকারিতা জেনে নিন
1/10
![পেঁপেতে আছে ভিটামিন বি-১ ও ভিটামিন বি-৬, এ ছাড়াও প্রচুর পরিমাণে ফলেট অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যারোটিনের উত্স পেঁপে। রয়েছে বিটা ক্যারোটিন, ফ্লেভানয়েড, লুটেইন, ক্রিপ্টোক্সান্থিন আছে যা শরীরের জন্য খুবই উপকারী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/905f351f67b060032ec3748ce0934d093dd70.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পেঁপেতে আছে ভিটামিন বি-১ ও ভিটামিন বি-৬, এ ছাড়াও প্রচুর পরিমাণে ফলেট অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যারোটিনের উত্স পেঁপে। রয়েছে বিটা ক্যারোটিন, ফ্লেভানয়েড, লুটেইন, ক্রিপ্টোক্সান্থিন আছে যা শরীরের জন্য খুবই উপকারী।
2/10
![কোলেস্টেরল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁপে। বরং এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট যা ধমনীতে কোলেস্টেরল জমতে বাঁধা দেয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/4d7e16515e3e89f030b2db133869333ca73e9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কোলেস্টেরল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পেঁপে। বরং এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট যা ধমনীতে কোলেস্টেরল জমতে বাঁধা দেয়।
3/10
![পেঁপেতে থাকা পেপেইন নামের উপাদান খাবার হজম করে সহজেই এবং পরিপাক তন্ত্রকে পরিষ্কার করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/85253bbb7ceb5f6b726d0b38d3f5e19f87365.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পেঁপেতে থাকা পেপেইন নামের উপাদান খাবার হজম করে সহজেই এবং পরিপাক তন্ত্রকে পরিষ্কার করে।
4/10
![পাকা পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও ই আছে। এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন সমস্যা দূর করে। এতে উপস্থিত ভিটামিন সি ত্বক, চুল ও মাড়ির জন্য খুবই উপকারী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/ccf5cdce6f4a69a361cc15ecea1b36073f6f9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পাকা পেঁপে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও ই আছে। এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের বিভিন্ন সমস্যা দূর করে। এতে উপস্থিত ভিটামিন সি ত্বক, চুল ও মাড়ির জন্য খুবই উপকারী।
5/10
![অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে পেঁপে। পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে এবং উপকারী ফাইবার বেশি থাকায় নিশ্চিন্তে ডায়েটে রাখতে পারেন এটি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/31d9296abafe83f6ca977414abaa3375e6f82.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে পেঁপে। পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে এবং উপকারী ফাইবার বেশি থাকায় নিশ্চিন্তে ডায়েটে রাখতে পারেন এটি।
6/10
![প্রচুর ফাইবার ও ক্যারোটিন থাকায় এটি অন্ত্রের ক্যানসারের ঝুঁকিও কমায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/c801cd589570d8d769c24a7ea7a24e3c0bdeb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রচুর ফাইবার ও ক্যারোটিন থাকায় এটি অন্ত্রের ক্যানসারের ঝুঁকিও কমায়।
7/10
![ক্যালরির পরিমাণ অনেক কম থাকায় এটি ওজন কমাতেও বেশ সহায়ক। এ ছাড়া পাকা পেঁপে কোষ্ঠকাঠিন্য সারাতে সাহায্য করে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/cfca693e6daee068d4bf14a51029ff90b220b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ক্যালরির পরিমাণ অনেক কম থাকায় এটি ওজন কমাতেও বেশ সহায়ক। এ ছাড়া পাকা পেঁপে কোষ্ঠকাঠিন্য সারাতে সাহায্য করে
8/10
![ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে উপকারী পেঁপে। দেখা গিয়েছে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানোর পাশাপাশি একজিমা রোধ করতে এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পেঁপে সাহায্য করে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/1c3789628cb8e42b899ce96555236ba20a649.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে উপকারী পেঁপে। দেখা গিয়েছে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানোর পাশাপাশি একজিমা রোধ করতে এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পেঁপে সাহায্য করে।
9/10
![আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস দূর করতে সাহায্য করে পেঁপে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/e0db52784e630539e5ac8c1b09d155632670c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস দূর করতে সাহায্য করে পেঁপে।
10/10
![ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে ডায়েটে পেঁপে রাখতে পারেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/1915cdb7f4029791ee2e063cd6bab7360ab29.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে ডায়েটে পেঁপে রাখতে পারেন?
Published at : 22 Mar 2023 10:42 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)