এক্সপ্লোর
ওজন কমাতে সাহায্য করে, মনেরও যত্ন নেয়, আরও অনেক গুণ কেশরের
ওজন কমাতে সাহায্য করে, মনেরও যত্ন নেয়, আরও অনেক গুণ কেশরের

কেশরের উপকারিতা জেনে নিন
1/10

বিশ্বের দামী মশলার অন্যতম কেশর। তবে এই মহার্ঘ্য় কেশরেই রয়েছে অনেক গুণ।
2/10

রান্নাতে স্বাদ আনে কেশর। পাশাপাশি ত্বকের পরিচর্চাতেও কেশর বেশ উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কেশর ভীষণ শক্তিশালী।
3/10

কেশরের অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটারি কার্যকারিতাও রয়েছে।
4/10

কেশরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা শরীরের কোষগুলিকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায়
5/10

কেশরকে সানশাইন স্পাইস বলা হয় । তার কারণ কেশরের মন ভাল করার ক্ষমতা রয়েছে।
6/10

ক্যানসার আক্রান্ত কোষ নষ্ট করতেও কার্যকরী হবে কেশরে থাকা এই অ্যান্টিঅক্সিডেন্ট
7/10

ক্যানসার আক্রান্ত কোষ নষ্ট করতেও কার্যকরী হবে কেশরে থাকা এই অ্যান্টিঅক্সিডেন্ট
8/10

ওজন কম করতেও সাহায্য করে কেশর। কেশর শরীরে মেটাবলিজম বাড়ায়। তাই কেউ ওজন কমানোর ডায়েট চার্টে কেশর ডায়েটে অ্যাড করা যেতেই পারে।
9/10

কেশরে ফাইটোকেমিক্যাল ও ফেনোলিক এই দুই উপাদান থাকে, যা শরীরের সেরোটোনিন মাত্রা নিয়ন্ত্রণে রাখে ও মন ঠিক করতে সাহায্য করে। কেশর তো বটেই, এই ফুলের পাপড়িও অ্যান্টিডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে।
10/10

এ ছাড়াও হার্টের সমস্যা, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা, চোখের জন্য উপকারী এবং স্মৃতিশক্তি ভাল রাখতে সাহায্য করে কেশর।
Published at : 31 Oct 2022 04:52 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
