এক্সপ্লোর
Priyanka Chopra Restaurant:মায়ের জন্মদিনে নিউইয়র্কে নিজের রেস্তোরাঁয় বন্ধুবান্ধবদের সঙ্গে ফুচকা খেলেন প্রিয়ঙ্কা
priyanka chopra arrived in her restaurant sona to celebrate her mother birthday
1/9

বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া এখন হলিউডেও জমি শক্ত করছেন। বর্তমানে বেশ কয়েকটি বড় প্রোজেক্টের কাজে তিনি ব্যস্ত। আর এই কারণে তাঁর রেস্তোরাঁ তিন মাস আগে খুললেও, সেখানে যাওয়ার সুযোগ হয়নি প্রিয়ঙ্কার। এরইমধ্যে কিছুটা সময় বের করে প্রিয়ঙ্কা সোনা-তে এলেন। সেখানে কিছু বন্ধুবান্ধবের সঙ্গে জমিয়ে মজা করতে দেখা গেল তাঁকে। সেখানে মা মধু চোপড়ার জন্মদিন উদযাপন করলেন তিনি।
2/9

প্রিয়ঙ্কা চোপড়া তাঁর এই সুন্দর রেস্তোরাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ছবিগুলিতে প্রিয়ঙ্কাকে স্টাইলিস লুকে দেখা যাচ্ছে।
Published at : 28 Jun 2021 12:28 PM (IST)
আরও দেখুন






















