এক্সপ্লোর
Diet Plan: ওজন কমাতে সাহায্য করবে প্রোটিন! পাতে থাকবে কী?
Healthy Diet: জন বেলাগাম হলেই কী খাওয়া হবে তা নিয়ে বিস্তর চিন্তা করতে হয়। নজর দেওয়া যায় প্রোটিন সমৃদ্ধ খাবারে
নিজস্ব চিত্র
1/10

ওজন নিয়ন্ত্রণে রাখা নিয়ে, বেলাগাম ওজনকে কমানো নিয়ে নানা সময়ে নানা কথা আলোচনা হয়। ফ্যাটজাতীয় খাবার, ফাস্ট ফুড খাওয়া কমানোর কথা বলা হয়ে থাকে। ঘরে তৈরি খাবারে বেশি ভরসা করতে বলা হয়। কিন্তু ওজন বেলাগাম হলেই কী খাওয়া হবে তা নিয়ে বিস্তর চিন্তা করতে হয়।
2/10

এই সময়েই ভরসা করা যায় প্রোটিনসমৃদ্ধ খাবারের উপর। এমনিতেই এই খাবারগুলি পাতে রাখতে বলেন বিশেষজ্ঞরা। ওজন কমাতেও কার্যকরী এগুলি। কেন? ওজন ঠিক রাখতে গেলে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, হাড়, পেশি এবং ত্বকের পুষ্টির জন্য প্রয়োজনীয় প্রোটিন।
Published at : 17 Feb 2023 08:58 PM (IST)
আরও দেখুন






















