এক্সপ্লোর
Self Doubt: সবেতেই খুঁত ধরতেন বড়রা! তাড়িয়ে বেড়ায় অতীত! নিজের উপর আস্থা ফিরে পান নিজেই
Overcome Self Doubt: মনোবিদের সাহায্য নেন অনেকেই। বাড়ির বড়দের দ্বারস্থও হন কেউ কেউ। কিন্তু মুখচোরা স্বভাবের মানুষ, মন খুলে কথা বলতে পারেন না কারও কাছেই। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10

নতুন চাকরিতে যোগদান হোক বা জীবনে নতুন মানুষের পদার্পণ। অনেক সময় উৎকণ্ঠায় ভুগতে থাকি আমরা। জীবন কোন দিকে বাঁক নেবে তা ভেবে নয়, নতুন চাকরি, নতুন সম্পর্ক নিজেরাই ধরে রাখতে পারব কি না, সন্দেহ জাগে মনে।
2/10

সিংহভাগ মানুষই এই সমস্যায় ভোগেন, যেখানে নিজের দক্ষতা, যোগ্যতা এমনকি মন নিয়ে নিজেরই সন্দেহ জাগে। দোলাচল দেখা দেয় দৈনন্দিন জীবনে। মনে সব কিছুই যেন অনিশ্চিত।
Published at : 11 Sep 2022 08:38 PM (IST)
আরও দেখুন






















