এক্সপ্লোর
Memory Booster Foods: বয়সের ভারেও দুর্বল হবে না মস্তিষ্ক, প্রখর থাকবে স্মৃতিশক্তিও, কী কী খেলে পাবেন উপকার?
Strong and Sharp Memory: মস্তিষ্ক সজাগ এবং সক্রিয় রাখার জন্য প্রতিদিনের খাবারের তালিকায় যোগ করুন কয়েকটি 'সুপারফুড'। এইসব খাবার নিয়মিত অল্প করে খেলে আপনার মস্তিষ্ক কাজ করবে দ্রুত গতিতে।

ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। কুমড়োর বীজের রয়েছে অনেক গুণ। ম্যাগনেশিয়াম, আয়রন, জিঙ্কে ভরপুর কুমড়োর বীজ নিয়মিত অল্প পরিমাণে খেতে পারলে আপনার মনযোগ, একাগ্রতা বাড়বে। কাজের সময় মস্তিষ্ক সজাগ এবং সক্রিয় থাকবে।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। এছাড়াও স্মৃতিশক্তি প্রখর হবে। বয়সের ভারেও সেভাবে দুর্বল হবে না। হেলদি স্ন্যাক্স হিসেবে কুমড়োর বীজ খেতে পারেন আপনি। তেল ছাড়া শুকনো কড়াইতে একটু নেড়েচেড়ে নিন। তারপর ড্রাই-ফ্রুটস, ওটস, কিনুয়া, কর্নফ্লেক্সের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। গরম ভাতে কাঁচা হলুদ বাটা মিশিয়ে খান। কিংবা গরম দুধে কাঁচা হলুদ মিশিয়ে খতে পারেন। মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখার জন্য কাঁচা হলুদ খাওয়া খুবই ভাল।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। Curcumin নামের একটি উপকরণ রয়েছে হলুদের মধ্যে যা আমাদের শরীরে ইনফ্লেমেশন অর্থাৎ প্রদাহজনিত সমস্যা কমায়। এছাড়াও এই উপকরণ মন-মেজাজ ভাল রাখে।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। সবুজ রঙের ফুলকপির মতো দেখতে এই সবজির রয়েছে অনেক গুণ। ব্রকোলিতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে সঙ্গে রয়েছে ভিটামিন কে। এই দুই উপকরণ আপনার মস্তিষ্ক সজাগ, সক্রিয়, সতেজ রাখবে অনেক বয়স পর্যন্ত।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। তাই রোজের খাবারে অল্প পরিমাণে ব্রকোলি যোগ করুন। এই সবজি নিয়মিত খেলে আরও নানাভাবে উপকৃত হবে আপনার শরীর-স্বাস্থ্য।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। যেকোনও ধরনের জামজাতীয় ফলের মধ্যেই থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে ব্লুবেরিতে অ্যান্টক্সিডেন্টের পরিমাণ সবচেয়ে বেশি। এই ফল খেলে আপনার মস্তিষ্কের স্বাস্থ্য ভাল থাকবে।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। যেকোনও কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে পারবেন আপনি। বুদ্ধি খাটাতে পারবেন সঠিক জায়গায়। বয়সের ভারে মস্তিষ্কের স্বাস্থ্য কিংবা স্মৃতিশক্তি দুর্বল হবে না। তাই রোজ ব্লুবেরি রাখুন মেনুতে।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। রোজ একটা বা দুটো আখরোট খেতে পারেন। আখরোটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের স্বাস্থ্যের খেয়াল রাখে। মস্তিষ্ক সজাগ এবং প্রখর রাখে।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। স্মৃতিশক্তি মজবুত করে। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এক ধরনের হেলদি ফ্যাট। এর সঙ্গে আখরোটে থাকে পলিফেনলও। এই দুই উপকরণই মস্তিষ্কের স্বাস্থ্যের খেয়াল রাখে।
Published at : 19 Apr 2025 11:49 PM (IST)
\
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
