এক্সপ্লোর
Health Tips: কলার উপর গোলমরিচ গুঁড়ে ছড়িয়ে খেয়েছেন কখনও? কাদের খাওয়া উচিত, কাদের নয় জানুন
Banana and Black Pepper: কারা খেতে পারেন, কাদের খাওয়া চলে না, জেনে নিন। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/11

কলা খেলেও, তার সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেয়েছেন কখনও? শুনতে অদ্ভুত লাগলেও, এর উপকারিতা রয়েছে। তবে সকলের জন্য আদর্শ নয়।
2/11

কলার উপর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে খেলে হজমক্ষমতা বৃদ্ধি পায়। ফাইবার এবং প্রাকৃতিক এনজাইম হজমক্ষমতা বৃদ্ধি করে।
3/11

গোলমরিচে পাকস্থলীতে হজমরস ও এনজাইমের নিঃসরণ বাড়ায়। কোষ্ঠকাঠিন্যকেও প্রতিহত করে। পেট ফোলে না।
4/11

রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে এতে। কলায় ভিটামিন সি, অ্যান্টি অক্সিড্যান্ট রয়েছে প্রচুর।
5/11

গোলমরিচে রয়েছে পইপারিন, যা শরীরকে পুষ্টি শোষণে সাহায্য় করে। অর্থাৎ কাবার থেকে ভিটামিন এবং খনিজ ভাল ভাবে শুষে নিতে পারে শরীর।
6/11

চিরাচরিত ভাবে কলা ও গোলমরিচ গুঁড়ো সর্দি-কাশি থেকে সারিয়ে তোলে আমাদের। আয়ুর্বেদ অনুযায়ী, কলা মেখে তার উপর যদি গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নেওয়া হয়, এতে কাশি কমে যায়। গলার সংক্রমণকে সারিয়ে তোলে।
7/11

ওজন নিয়ন্ত্রণ করতে চাইলেও এই টোটকা কার্যকর। তবে পরিমাণে বেশি খেলে চলবে না। গোলমরিচ গুঁড়ো মেটাবলিজমের উন্নতি ঘটায়। কলা শরীরকে জোগায় এনার্ডি। ফাইবার অনেক ক্ষম পেট ভরিয়ে রাখে।
8/11

মেজাজ খিটখিটে হয় না। মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে। কলায় ট্রিপটোফান রয়েছে, যা সেরোটোনিন নিঃসরণের সহায়ক। পাইপারিন মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের কার্যক্ষমতা বৃদ্ধি করে।
9/11

তবে সকলের জন্য কলা এবং গোলমরিচ আদর্শ নাও হতে পারে। অ্যাসিডিটি, বুক জ্বালা হতে পারে। পেটের সমস্যা, অ্যাসিড রিফ্লাক্স বা আলসারও হতে পারে কারও কারও।
10/11

আগে থেকে হজমের সমস্যা থাকলে, কলা ও গোলমরিচ একত্রে খাওয়ায় সমস্যা হতে পারে। যাঁদের একটুতেই সর্দি-কাশি হয়, শ্লেষ্মা রয়েছে, তাঁরা এড়িয়ে চলুন। কারণ কলা ঠান্ডা প্রকৃতির খাদ্য, আর গোলমরিচ গরম। এই মিশ্রণ কার্যকর না হতে পারে।
11/11

অ্যালার্জির সমস্যা থাকলেও এড়িয়ে চলুন এই টোটকা। এতে গলা জ্বালা করতে পারে, হতে পারে হালকা কাশিও। অতিরিক্ত খেলে হতে পারে পেটের সমস্যাও। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। এব্যাপারে অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 05 Oct 2025 06:39 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















