এক্সপ্লোর
Monsoon Hair Care Tips: বর্ষায় চুলের খেয়াল রাখুন একটু বেশি, যে ভুলগুলো একেবারেই করা চলবে না...
Monsoon Hair Care Routine: বর্ষাকালে কীভাবে চুলের যত্ন নেবেন, কী কী করবেন এবং কী কী করবেন না, দেখে নিন একনজরে।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। বর্ষাকালে চুলের যত্ন একটু বেশিই করা দরকার। নাহলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। তাই দেখে নিন, বর্ষার মরশুমে চুলের যত্নে কী কী দরকার, আর কী কী করবেন না।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন, তাঁদের রোজই শ্যাম্পু করা চুলের জন্য ভাল। তবে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। নাহলে চুলের গঠন নষ্ট হয়ে যাবে।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। আপনার স্ক্যাল্প অর্থাৎ মাথার তালু যদি তেলতেলে ধরনের হয়, তাহলে বর্ষার দিনে চুলে তেল দেওয়ার আগে একটু ভাবনাচিন্তা করে নেওয়া ভাল। স্ক্যাল্প চিটচিটে হয়ে যেতে পারে।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। তাই চুলে নোংরা জমে যায় সহজে। সেক্ষেত্রে চুল নিয়মিত পরিষ্কার করতে হবে।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। বর্ষায় চুল শুকাতে সময় লাগে। তাই হাতে সময় নিয়ে স্নান করুন। ভেজা চুল আঁচড়াবেন না। ভালভাবে চুল শুকিয়ে তারপর চিরুনি দিন।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। অনেকের ক্ষেত্রেই বর্ষায় খুশকির প্রবণতা বাড়ে। বিশেষ করে স্ক্যাল্প চিটচিটে হয়ে থাকলে খুশকি মাথার তালুতে চাপ হয়ে বসে যায়।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। অতএব বোঝাই যাচ্ছে বর্ষায় চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে সবার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে চুল পরিষ্কারের দিকে।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। বর্ষাকালে চুলে বিভিন্ন হিটিং এবং স্টাইলিং টুল, যত কম ব্যবহার করবেন, ততই মঙ্গল। এইসব হিটিং এবং স্টাইলিং টুলসের ব্যবহারে চুলের অনেক ক্ষতি হয়।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। বর্ষাকালে চুল পরিষ্কার না রাখলে চুল পড়ার সমস্যা বেড়ে যাবে। তাই রোজই শ্যাম্পু করুন। কিন্তু হাল্কা ধরনের শ্যাম্পু ব্যবহার করবেন। তাহলে চুল মোলায়েম থাকবে।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। বর্ষাকালে চুল এবং স্ক্যাল্পের জল, ঘাম ভালভাবে মুছে শুকনো রাখার চেষ্টা করুন। নাহলেও চুল পড়ার সমস্যা বাড়বে।
Published at : 30 Jun 2025 09:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















