এক্সপ্লোর
Tips For Office: একটানা অফিস করলে কমতে পারে কর্মদক্ষতা, বরং মেনে চলুন এই টিপস
ফাইল ছবি
1/10

নিজের সেরাটা দিয়ে কাজ তো করতেই হবে। কিন্তু একটানা অফিস করতে থাকলে কাজে একঘেয়েমি আসবে ফলে কমবে কর্মদক্ষতা। গবেষণা বলছে, মাঝেমধ্যে কয়েকদিনের ছুটি নিয়ে ঘুরতে গেলে মন ভাল থাকবে। ফলে বাড়বে কর্মদক্ষতাও। সুতরাং কাজের ফাঁকেই ছুটি নিয়ে বেড়িয়ে পড়ুন ঘুরতে।
2/10

অফিসের কাজ অফিসেই সেরে আসুন। অবসর সময়ে অফিসের কাজ করবেন না। এতে কোনওটাই সঠিকভাবে হবে না। ভুল হতে পারে অফিসের জরুরি কাজেও। তাই যখন অবসর কাটাচ্ছেন খেয়াল রাখুন সেই সময়টা একান্ত আপনার।
Published at : 02 May 2022 12:06 PM (IST)
আরও দেখুন






















