এক্সপ্লোর
Health Tips: খুব পান খান ? সতর্ক হন; হতে পারে এইসব সমস্যা !
পান পাতায় অনেকেরই অ্যালার্জি থাকে
ফাইল ছবি
1/10

পান পাতার অনেক উপকারিতা থাকলেও, এর অত্যধিক সেবন স্বাস্থ্যের ক্ষতি করে।
2/10

আপনি যদি পান খাওয়ার প্রতি আসক্ত হন, তাহলে জেনে নিন বেশি সংখ্যায় পান খেলে আপনার স্বাস্থ্যের উপর তার কী রকম প্রভাব পড়তে পারে।
3/10

পানে অনেকেরই অ্যালার্জি থাকে। এ অবস্থায় পান পাতা খেলে চুলকানি, ফুসকুড়ি ও লালচে ভাব দেখা দিতে পারে।
4/10

আপনারও যদি পান পাতায় এমন কোনও অ্যালার্জি থাকে তবে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।
5/10

অনেকেই পানকে মুখের সুগন্ধি বা মাউথ ফ্রেশনার হিসাবে ব্যবহার করেন। কারণ, এই পাতা মুখে গেলে খারাপ গন্ধ চলে যায়।
6/10

কিন্তু, এর অতিরিক্ত ব্যবহার আপনার মাড়িতে ব্যথা দিতে পারে। পান পাতা বেশি চিবিয়ে খেলে চোওয়ালে ব্যথা হয়।
7/10

অতিরিক্ত পান খেলে উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে। রক্তচাপ ও শরীরের তাপমাত্রা ওঠা-নামা করতে পারে। হৃদস্পন্দন অস্বাভাবিক হতে পারে। থাইরয়েড হরমোন ভারসাম্যহীন হয়ে যেতে পারে যদি আপনি বেশি পান খান।
8/10

বেশি পান খেলে মুখের ক্যানসারের লক্ষণগুলি এড়াতে পারবেন না। কারণ, পানে তামাকও ব্যবহৃত হয় যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।
9/10

গর্ভবতীদের পান খাওয়া উচিত নয়। কারণ, পান পাতা ভ্রূণ এবং এর বিকাশের ক্ষতি করতে পারে। পান পাতার অত্যধিক ব্যবহার শিশুর বিকাশে বাধা সৃষ্টি করতে পারে এবং স্বাস্থ্যেরও ক্ষতি হয়।
10/10

সপ্তাহে ৫টির বেশি পান পাতা খাওয়া উচিত নয়। পাশাপাশি তামাক পাতা খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
Published at : 30 Sep 2023 02:01 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















