এক্সপ্লোর
Health Tips : ঘি দেহের ওজন বাড়ায় না কমায় ?
চিকিৎসায়ও ঘি প্রচুর ব্যবহৃত হয়। যদিও কেউ কেউ মনে করেন যে, ঘি খেলে ওজন বাড়ার সম্ভাবনা বেড়ে যায়।
ফাইল ছবি
1/10

ঘি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এতে রয়েছে এমন সব গুণ যা শরীরের অনেক সমস্যা দূর করে।
2/10

চিকিৎসায়ও ঘি প্রচুর ব্যবহৃত হয়। যদিও কেউ কেউ মনে করেন যে, ঘি খেলে ওজন বাড়ার সম্ভাবনা বেড়ে যায়। কারণ এতে স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়।
3/10

আবার কেউ কেউ বিশ্বাস করেন যে, ঘি ওজন কমাতে সাহায্য করে। এই কারণেই যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন তাঁরা নির্দ্বিধায় ঘি খেতে থাকেন। এখন প্রশ্ন, আসল সত্যটা কি ?
4/10

অনেকেই আছেন, যাঁরা ঘি এড়িয়ে চলেন। কারণ তাঁরা মনে করেন যে, ঘি ওজন বাড়ায়। যদিও তা মোটেও নয়।
5/10

বিশেষজ্ঞদের মতে, বাড়িতে তৈরি খাঁটি দেশি ঘি-তে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়, যা অনেক শারীরিক সমস্যা দূর করতে পারে।
6/10

বাজারের ঘি-তে পুষ্টি উপাদানের উপস্থিতি বাড়িতে তৈরি ঘি-এর থেকে কম। যদি সীমিত পরিমাণে ঘি খাওয়া হয়, তবে তা স্বাস্থ্যকর ডায়েটের অংশ হতে পারে। ওজন কমাতেও সাহায্য করতে পারে।
7/10

ঘি-তে উপস্থিত ফ্যাট- দ্রবণীয় ভিটামিন, ওজন কমাতে সাহায্য করে। অতিরিক্ত উদ্ভিজ্জ তেল হজম প্রক্রিয়াকে ধীরে করে দেয়। কিন্তু ঘি-তে উপস্থিত ফ্যাট হজম প্রক্রিয়াকে উদ্দীপিত করে এবং পুষ্টির ভাল শোষণে সাহায্য করে।
8/10

যাদের দুগ্ধজাত খাবার হজম করতে অসুবিধা হয়, ঘি তাদের জন্য খুবই উপকারী প্রমাণিত হতে পারে। কারণ, এতে ক্যাসিন এবং ল্যাকটোজ নেই।
9/10

ঘিতে রয়েছে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, যা ফ্যাট কোষের সংকোচনকে উৎসাহিত করে।
10/10

ঘি প্রদাহ প্রতিরোধেও সাহায্য করে। ঘি-এ বিউটেরিক অ্যাসিড এবং মাঝারি-চেইন ট্রাইগ্লিসারাইড (এমসিটি) থাকে যা পেটের চর্বি বিপাক করতে সাহায্য করে বলে মনে করা হয়।
Published at : 02 Aug 2023 09:22 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























