রাখিবন্ধন উৎসব। প্রত্যেক বোনই অপেক্ষায় থাকে রাখিবন্ধনের জন্য। অন্যদিকে, ভাইয়েরাও অপেক্ষায় থকে, এবার বোন কোন প্রিয় মিষ্টিটা, কোন রাখিটা পরাবে তার হাতে।
2/10
আগামী ১১ অগাস্ট রাখিবন্ধন উৎসব। হাতে আর কয়েকটা দিন। তাই অধীর আগ্রহে ভাই-বোনেরা অপেক্ষা করছে বিশেষ এই উৎসবের জন্য।
3/10
কিন্তু, বোনকে কী উপহার দেবেন ? যদি সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত না নিয়ে থাকেন, তাহলে তাঁদের জন্য রইল কয়েকটি পরামর্শ।
4/10
এই সময় আপনি আপনার প্রযুক্তিতে তুখোড় বোনকে দিতে পারেন উচ্চ প্রযুক্তি-সম্পন্ন কিছু উপহার। তাতে আপনার বোন আনন্দে লাফিয়ে উঠবেন। দেখে নেওয়া যাক, এই রাখি বন্ধনের উৎসবে আপনার বোনকে কী ধরনের উপহার দিতে পারেন।
5/10
Instant Camera: মেয়েদের জন্য এই উপহার সবচেয়ে অনন্য এবং সেরা। কারণ, তারা ফ্রেমিং এবং ফটো তোলা পছন্দ করে। এই ক্যামেরায় রিল মানেই ছবি উঠে যায় সঙ্গে সঙ্গে।
6/10
Wireless Earbuds:বোনকে ওয়্যারলেস ইয়ারবাড দিতে পারেন। তারের ইয়ারফোন গলায় ঝুলিয়ে, হাতে মোবাইল নেওয়ার সেই যুগ কার্যত চলে গেছে। এর পরিপ্রেক্ষিতে ওয়্যারলেস ইয়ারবাডগুলি বেশ আরামদায়ক।
7/10
Kindle: আপনার বোন যদি বই পড়তে পছন্দ করেন, তাহলে তাকে একটি অ্যামাজন কিন্ডল উপহার দিতে পারেন। তাতে যে কোনও জায়গায় তাঁর পছন্দের বই ডাউনলোড করে পড়তে পারবেন।
8/10
Smart Watch: আজকাল এই ঘড়িটি তরুণদের মধ্যে আলোড়ন ফেলেছে। আপনার বোন যদি ফিটনেস আসক্ত হন, তাহলে এই ঘড়িটি তার জন্য সেরা উপহার।
9/10
Bluetooth Speaker:আপনার বোন যদি নাচ বা গান গাইতে পছন্দ করেন তবে এই স্পিকারটি তার জন্য সেরা হবে। শুধু ফোনের ব্লুটুথ চালু করুন এবং স্পিকার সংযোগ করুন।
10/10
ভাইয়ের হাতে রাখি পরিয়ে বোনের উপহার পাওয়ার এই মুহূর্ত বড়ই আনন্দের। কয়েক দিনের প্রতীক্ষা। তার পরেই আসতে চলেছে সেই শুভক্ষণ।