এক্সপ্লোর
Health Tips: ডেঙ্গিতে কিউই খেলে কি সত্যিই নামতে থাকা প্লেটলেটে রাশ টানা যায় ?
Platelet Count: ডেঙ্গিতে আক্রান্ত হলে শরীর শুধু দুর্বল-ই হয় না, প্লেটলেটও কমে যায় দ্রুত
ফাইল ছবি
1/10

স্ত্রী Aedes Aegypti মশার কামড়ে ডেঙ্গি হয়। এটি একটি ভাইরাল সংক্রমণ। ডেঙ্গিতে আক্রান্ত ব্যক্তিকে Aedes Aegypti মশা কামড়ায়। তারপর ডেঙ্গি ভাইরাসে আক্রান্ত মশা যখন অন্যজনকে কামড়ায় তখন তা থেকে ডেঙ্গি ছড়ায়।
2/10

ডেঙ্গিতে আক্রান্ত ব্যক্তি ধুম জ্বরের পাশাপাশি ত্বকে ফুসকুড়ি, জয়েন্টে এবং শরীরে ব্যথায় ভোগেন। বর্তমানে ডেঙ্গির কোনও প্রতিকার নেই, তবে এর লক্ষণ বিবেচনা করে চিকিৎসকরা ওষুধ খাওয়ার এবং খাবারে যতটা সম্ভব ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেন।
Published at : 22 Sep 2023 09:59 AM (IST)
আরও দেখুন






















