এক্সপ্লোর
Toxic Relationship Symptoms : নিজের মধ্য়ে এই পরিবর্তনগুলোই বলে দেবে,বিষাক্ত হয়ে গেছে সম্পর্কটা, বয়ে বেড়াচ্ছেন শুধুশুধুই
Relationship Trouble : আপনি কি অতীতের কথা চিন্তা করেন সারাক্ষণ? বর্তমানের ভাল থাকার মধ্যেই কি খালি মনে পড়ে আঘাত পাওয়ার কথা?
Toxic Relationship এর লক্ষণগুলি কী কী
1/9

কিছু কিছু সম্পর্ক তলা তলায় বিষাক্ত হয়ে যায়। হয়ত খাতায় কলমে সেই সম্পর্কে থেকে যাওয়া হয়, কিন্তু আদতে তা ঘুণ পোকার মতো খেয়ে নেয় মানসিক স্বাস্থ্য। আপনি কোনও সম্পর্কের মধ্যে কতটা ভালভাবে রয়েছেন, তা কিন্তু বলে দেবে আপনার মনই।
2/9

নিজেকে কতগুলি প্রশ্ন করে দেখুন তো। নিজেকে যাচাই করে দেখলেই বুঝবে, আপনি সেই সম্পর্কে ভাল আছেন , নাকি নেই ! কিছু কিছু সময় একটি ছেলে বা একটি মেয়ে একটি সম্পর্কের মধ্যে থাকে। কিন্তু তলায় তলায় বিরক্তি বাসা বাঁধে। হতাশা গ্রাস করে।
Published at : 23 Jul 2024 09:18 AM (IST)
আরও দেখুন






















