এক্সপ্লোর
Tan Removal Tips: সহজে ট্যান তুলতে ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতেই, কী কী উপকরণ ব্যবহার করলে নিমেষে ফল পাবেন?
Skin Care Tips: পুজোর মধ্যে রোদে ঘুরে ত্বকে ট্যান পড়েছে মারাত্মক ভাবে? তাহলে অতি অবশ্যই সাধারণ কয়েকটি জিনিস দিয়ে বাড়িতেই তৈরি করে নিন ফেসপ্যাক। এইসব প্যাক গলায়, হাতে-পায়েও ব্যবহার করলে উপকার পাবেন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সৌজন্যে- পিক্সেলস। ত্বকে ট্যান পড়ার সমস্যায় নাজেহাল হন প্রায় সকলেই। তবে চিন্তা নেই। ট্যান তোলার জন্য ঘরোয়া পদ্ধতিতেই ভরসা রাখুন।
2/10

ছবি সৌজন্যে- পিক্সেলস। মাত্র এক সপ্তাহে দূর হবে আপনার ট্যান। বাড়িতে তৈরি একটি প্যাক মাত্র একবার ব্যবহার করলেই আপনি আগের তুলনায় তফাৎ বুঝতে পারবেন। একদিনেই কিছুটা পরিমাণ ট্যান কমে যাবে আপনার ত্বক থেকে।
Published at : 16 Oct 2024 02:36 PM (IST)
আরও দেখুন






















