এক্সপ্লোর
Monsoon Skin Care Tips: বর্ষায় আরও তেল চিটচিটে হয়ে যাচ্ছে ত্বক? রেহাই পাবেন কীভাবে, রইল ঘরোয়া টিপস
Oily Skin Problem: যাঁদের ত্বক তেলতেলে ধরনের বর্ষাকালে তাঁদের সমস্যা বাড়ে। কারণ বর্ষায় ত্বক আরও তেলতেলে ধরনের হয়ে যায়। ফলে ত্বকে একটা চিটচিটে ভাব দেখা দিতে পারে। এর ফলে সহজে নোংরা জমে যায় ত্বকে।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। বর্ষাকালে ত্বকে অনেক ধরনের সমস্যা দেখা যায়। বিশেষ করে যাঁদের ত্বক তেলতেলে ধরনের, তাঁদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়ে অন্যান্য সময়ের তুলনায়।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। বর্ষাকালে ত্বক অনেক বেশি তেলতেলে হয়ে যায়। তার ফলে দেখা যায় একটা চিটচিটে ভাব এবং সহজেই ত্বকে নোংরা-ময়লা জমে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। তাই যাঁদের ত্বক তেলতেলে ধরনের, অর্থাৎ অয়েলি স্কিন, তাঁদের বর্ষার মরশুমে একটু বেশিই ত্বকের যত্ন নিতে হবে। সতর্ক থাকা জরুরি শুরু থেকেই। নাহলে বাড়বে সমস্যা।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। অতএব চলুন দেখে নেওয়া যাক যাঁদের ত্বক তেলতেলে ধরনের তাঁরা বর্ষাকালে কীভাবে ত্বকের যন নেবেন। রইল কিছু সহজ ঘরোয়া টিপস।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। শুধু বর্ষাকাল নয়, সারা বছর ত্বক ভালভাবে পরিষ্কার রাখা জরুরি। ত্বকের যত্নে এটাই প্রথম শর্ত। নাহলে যতই পরিচর্যা করুন না কেন, লাভ হবে না কিছুই।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। যাঁদের অয়েলি স্কিন, বর্ষাকালে তাঁরা একটু বেশিবার মুখ পরিষ্কার করুন। ত্বক যাতে রুক্ষ হয়ে না যায়, সেই দিকেও নজর রাখতে হবে। তাই জেল বেসড, অল্প ফেনা হয় এমন ক্রিম বেসড ফেস ওয়াশ ব্যবহার করতে পারলে ভাল।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। অয়েলি স্কিন হলে বর্ষার মরশুমে সপ্তাহে ২ বার স্ক্রাব করুন। বাড়িতে থাকা উপকরণ যেমন হলুদ গুঁড়, মধু, দুধের সর, চালের গুঁড়ো মিশিয়ে সহজেই তৈরি করে নিন স্ক্রাব।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। ত্বক তেলতেলে ধরনের হলে নাকের চারপাশ পরিষ্কারের সময় বিশেষ নজর দেওয়া জরুরি। কারণ ওই অংশই সহজে চিটচিটে হয়ে যায় নোংরা-ময়লা জমে। দেখা দিতে পারে ব্রনর সমস্যাও।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। যাঁরা বাইরে বেরোচ্ছেন রোজ, তাঁরা বাড়ি ফিরে অবশ্যই ভালভাবে ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। তারপর একটা হাল্কা ধরনের ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহার করুন।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। বর্ষাকালেও সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। ত্বক তেলতেলে ধরনের হলে জেল বেসড কিংবা ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করুন। অর্থাৎ এমন প্রোডাক্ট যা ত্বককে চিটচিটে করে দেবে না।
Published at : 23 Jul 2025 10:21 PM (IST)
View More
Advertisement
Advertisement

























