এক্সপ্লোর
Summer Hair Care Tips: গরমের মরশুমে শুধু চুলের নয়, খেয়াল রাখুন মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পেরও, কী কী করবেন?
Summer Hair Care Routine: গরমকালে আমাদের মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পে ঘাম জমে যায়। সঠিকভাবে যদি স্ক্যাল্পের যত্ন নেওয়া না হয় তাহলে একাধিক সমস্যা দেখা দিতে পারে চুলে। এক্ষেত্রে কী কী করবেন, দেখে নিন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

সবার আগে হেয়ার ড্রায়ার, ব্লোয়ার এইসবের ব্যবহার বন্ধ করে দিন। গরমের দিনে চুল শুকিয়ে নিন ন্যাচারাল বা প্রাকৃতিক ভাবে। অর্থাৎ স্নানের পর ফ্যান চালিয়ে নিন, হাওয়ায় চুল শুকিয়ে যাবে।
2/10

অনেকে চুলের জল তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার জন্য স্নানের পর ভেজা চুলে হয়তো তোয়ালে কিংবা গামছা পেঁচিয়ে রাখেন। এর ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে। একই ভাবে যদি কেউ খুব জোরে ঘষে ঘষে চুল এবং তালুর জল মুছতে থাকেন তাহলেও চুলের গোড়া দুর্বল হয়ে যাবে।
Published at : 03 Apr 2024 08:47 AM (IST)
আরও দেখুন






















