By : abp ananda | Updated at : 10 Mar 2022 07:55 AM (IST)
কাপে কালো ছোপ? দূর করবেন কী করে?
1/7
অতিথি আপ্যায়ন করতে চা-কফির জুড়ি মেলা ভার। কিন্তু সাদা কাপে যদি চা পরিবেশন করতে গিয়ে দেখেন কালো ছোপ ছোপ, মেজাজ বিগরবেই। যদি তাই নয় অতিথির সামনেও অপ্রস্তুতে পড়তে হতে পারে।
2/7
তবে সাদা কাপ থেকে এই দাগ দূর করা কিন্তু কঠিন কাজ নয়। বাড়িতে থাকা কয়েকটা সাধারণ জিনিস দিয়ে আপনি চটজলদি এই সাদা কাপে কালো চায়ের দাগ তুলে ফেলতে পারেন আপনিও।
3/7
কালো দাগ তোলার সহজ পদ্ধতি রয়েছে কয়েকটি। যেমন- গরম জলের মধ্যে এক চামচ ডিশ ওয়াশ সোপ, এক চামচ ভিনিগার এবং এক চামচ বেকিং সোডা ও এক চামচ লেবুর রস নিয়ে পরিষ্কার করা যায়।
4/7
ছোপ দূর করতে গরম জলের মধ্যে চায়ের কাপগুলি অন্তত আধ ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। তারপর পুরনো কোনো টুথব্রাশ দিয়ে দাগ তোলা যায়।
5/7
গরম জল থেকে তুলে ঠান্ডা জলে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলেই দেখবেন একেবারে সাদা কাপ একেবারে নতুনের মতো ঝকঝকে।
6/7
হাফ চামচ পাতিলেবুর রস আর নুন একসঙ্গে মিশিয়ে নিয়ে কাপে লাগিয়ে রেখে এরপর হালকা গরম জলে কাপটি ধুলেই গায়েব হয় দাগ।
7/7
অনেকেই লিকার চা খাওয়ার পর জলে ধুয়ে রেখে দেন। এমন কখনো করা উচিত নয়। সেক্ষেত্রে দাগ থেকে যায়। বরং সব সময় সাবান দিয়ে ধুতে হবে।