এক্সপ্লোর
Meat Replacements: নিরামিষ হলেও ঘাটতি নেই গুণে, মাছ-মাংসের বিকল্প হতে পারে এই খাবারগুলি
Health Tips: বিভিন্ন কারণে মাছ-মাংস খাওয়ায় রাশ টানতে হয় আমাদের। আমিষ খাবার পুরোপুরি বাদও পড়ে। বিকল্প উপায় রয়েছে হাতের কাছেই। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10
.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মাছ-মাংস ছাড়া খাবার মুখে রোচে না যাঁদের, নিরামিষের কথা ভাবতেও পারেন না তাঁরা। কিন্তু শরীরে কথা ভেবেই অনেক সময় মাছ-মাংস বাদ দিতে হয় জীবন থেকে। ছবি: পিক্সাবে।
2/10

সেই নিয়ে আশঙ্কা কাজ করে মনের মধ্যে। আদৌ নিরামিষ মুখে তোলা যাবে কিনা, এই প্রশ্ন যেমন তাড়িয়ে বেড়ায়, তেমনই মাছ-মাংস থেকে প্রাপ্ত প্রোটিনের ঘাটতি পোষাবে কী করে, উঠে আসে এই প্রশ্নও। ছবি: ফ্রিপিক।
Published at : 20 Jan 2024 12:09 PM (IST)
আরও দেখুন






















