এক্সপ্লোর
Health Tips: শরীরচর্চার সঙ্গে মানতে হবে এই নিয়মগুলি, ফল মিলবে দ্রুত
ফাইল ছবি
1/10

শরীরের সুঠাম গঠন এবং সুস্থ থাকতে অনেকেই আজকাল ফিটনেসের দিকে নজর দেন। ওজন ঝরানোর পাশাপাশি পেশিবহুল থাকাও লক্ষ্য।
2/10

বাড়িতে হোক বা জিম, প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করেন অনেকেই। তবে শুধুমাত্র ফিটনেস গোলের দিকে নজর দিলেই চলবে না। তার সঙ্গে মনে রাখতে হবে আরও বেশ কিছু জিনিস।
3/10

শরীরের ক্যালোরি কমানোর পাশাপাশি বেশ কিছু অভ্যাস তৈরি করতে হবে। তবেই মিলবে ফল।
4/10

শরীরচর্চার ক্ষেত্রে ওয়ার্ম আপ এবং স্ট্রেচ বাধ্যতামূলক। ওয়ার্কআউটের পরে স্ট্রেচিং আঘাতের ঝুঁকি রোধ করে।
5/10

শরীরচর্চার পর পেশী শক্ত হয়ে যায়। স্ট্রেচিংয়ের ফলে তা স্বাভাবিক হয়।
6/10

শরীরচর্চা পরে গ্লাইকোজেনের পরিমাণ কম হয়। তা শরীরের পুষ্টি প্রয়োজন।
7/10

এই সময় পিনাট বাটার স্যান্ডউইচ, দই, চকোলেট মিল্কশেকের মতো খাবার খাওয়া যায়। যা পুষ্টির পাশাপাশি এনার্জিও জোগায়।
8/10

শরীরচর্চার সময় প্রচুর পরিমাণে ফ্লুইড বেরিয়ে যায় শরীর থেকে। তাই শরীরচর্চার পর সতেজ রাখা জরুরি।
9/10

শরীরচর্চার পাশাপাশি বিশ্রাম নেওয়াও প্রয়োজন। যা অনেকেই উপেক্ষা করেন। এতে মানসিক চাপও দূর হয়।
10/10

সাধারণত জিমে একই মেশিন এবং সরঞ্জাম ব্যবহার করেন অনেকেই। তাই ওয়ার্কআউটের পর স্নান করা বাধ্যতামূলক।
Published at : 15 Mar 2022 11:46 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
