এক্সপ্লোর
Workplace Tips: কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসই হোক আপনার ইউএসপি, কর্মদক্ষ হয়ে উঠতে মাথায় রাখুন সহজ কিছু টিপস
Work Place Tips: হয়তো আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী বা কনফিডেন্ট। কিন্তু নিজের আত্মবিশ্বাসের মাত্রা আর একটু বাড়ানোর জন্য কর্মক্ষেত্রে কিছু নিয়ম অতি অবশ্যই মেনে চলা প্রয়োজন। Image Source- Pexels
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/11

কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসই হোক আপনার ইউএসপি। নিজের উপর আস্থা থাকলে আপনি কাজেও পারদর্শী হয়ে উঠবেন। কাজে ভুলভ্রান্তির সম্ভাবনা কমবে। কিন্তু কীভাবে বাড়বে আপনার আত্মবিশ্বাস? এর জন্য কিছু নিয়ম মেনে চলতে পারেন। Image Source- Pexels
2/11

আত্মবিশ্বাস আসলে এমন একটি বিষয় যা আপনার সম্পর্কে অনেক কিছুই প্রকাশ করে। বিশেষ করে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকা খুবই প্রয়োজন। কারণ এই বিশেষ গুণের উপরে আপনার কর্মদক্ষতাও নির্ভর করে। Image Source- Pexels
3/11

হয়তো আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী বা কনফিডেন্ট। কিন্তু নিজের আত্মবিশ্বাসের মাত্রা আর একটু বাড়ানোর জন্য কর্মক্ষেত্রে কিছু নিয়ম অতি অবশ্যই মেনে চলা প্রয়োজন। তাহলে অন্তত অকারণে কেউ সুযোগ নেবে না।Image Source- Pexels
4/11

না বলতে শিখুন- জীবনে চলা পথে অনেকক্ষেত্রেই এই গুণ কাজে লাগে। শুধু কর্মক্ষেত্রে নয়, ব্যক্তিজীবনেও আপনি না বলতে জানলে উপকারই পাবেন। আর মাথায় রাখবেন ইচ্ছে বিরুদ্ধে কোনও কাজ করার বদলে সরাসরি না বলে দেওয়া অনেক ভাল। কর্মক্ষেত্রে অনেক অপ্রীতিকর পরিস্থিতি শুধু মাত্রা স্পষ্ট ভাবে না বলেই কাটানো যায়। Image Source- Pexels
5/11

অমিতাভ বচ্চনের ছবি 'পিঙ্ক' এর বিখ্যাত সংলাপ 'নো মিনস নো'। শুধু সিলভার স্ক্রিনে নয়, রূঢ় বাস্তবেও একথা ভীষণভাবে সত্যি এবং প্রযোজ্য। কর্মক্ষেত্রে সোজাসুজি না বলতে পারলে অকারণ পরিশ্রম করতে হবে না আপনাকে। তাই বলে কাজে ফাঁকি দেওয়ার জন্য আবার 'না' বলতে যাবেন না। Image Source- Pexels
6/11

কাজের জায়গায় কাজ সংক্রান্ত নিজের ভাবনা বাকি সহকর্মীদের কিংবা উপরমহলের সঙ্গে শেয়ার করুন। নিজের ভাবনা জানালে কে কী ভাববে, এই ভাবনাচিন্তা থেকে দূরে থাকুন। কারণ একটা কাজ নিয়ে আপনার ভাবনা ৫ জন জানলে তবেই তাঁরা আপনার কর্মদক্ষতা সম্পর্কে অবগত হবেন। Image Source- Pexels
7/11

শুধু নিজের ভাবনা অন্যদের জানালেই হবে না, অন্যদের ভাবনা মনযোগ দিয়ে শুনতেও হবে। প্রয়োজনে পরামর্শও নিতে হবে। এর মাধ্যমেই আপনি নতুন কাজ শিখতে পারবেন এবং আপনার কর্মদক্ষতা আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। Image Source- Pexels
8/11

কাজে ভুল করলে অযথা তর্ক না করে, নিজের ভুল স্বীকার করে নেওয়াই প্রফেশনালিজম বা পেশাদারিত্বের লক্ষণ। তাই বলে নিজে কাজে ভুল না করলে কারও অভিযোগ মেনে নেবেন না। নিজেকে অবশ্যই সঠিক প্রমাণ করা উচিত। Image Source- Pexels
9/11

কর্মক্ষেত্রে কেউ আপনার বিরোধীপক্ষ নয়। তাই নিজের কাজের উন্নতির পাশাপাশি অন্যের ভাল কাজের প্রশংসা করাও দরকার। এর ফলে সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল হবে। Image Source- Pexels
10/11

আত্মবিশ্বাস মানে অভদ্রতা বা উপেক্ষা করা নয়। তাই আত্মবিশ্বাসে ভরপুর থাকলেও কর্মক্ষেত্রে কয়েকটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখবেন। কাউকে অপমান করা একদম ঠিক নয়। আর অকারণ অন্যের কাজের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করাও উচিত নয়। বুমেরাং হয়ে ফিরতে পারে আপনার জীবনেই। Image Source- Pexels
11/11

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। Image Source- Pexels
Published at : 14 Sep 2023 02:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























