এক্সপ্লোর
Vastu Tips: বাড়ির বাস্তুতে এই ভুলগুলি করলে আটকে যেতে পারে আপনার সমৃদ্ধি ! কীভাবে ঠিক রাখবেন ?
Vastu Tips For Your Home : বাড়িতে এই ভুলগুলি করলে আটকে যেতে পারে আপনার সমৃদ্ধি ! কীভাবে বাস্তু ঠিক রাখবেন ?

বাড়ির বাস্তুতে এই ভুলগুলি করলে আটকে যেতে পারে আপনার সমৃদ্ধি ! কী করবেন ?
1/10

বাস্তু মেনে সবসময় ঘরে রোদ ঢুকতে দিন। ঘরের দেওয়াল হালকা রঙের করান। চাদর ও পর্দাও হালকা রঙের রাখুন।
2/10

যে খাটে ঘুমোবেন, সেই খাটের পিছনে যেন শক্ত দেওয়াল থাকে। মাথা সবসময় দক্ষিণ বা পূর্ব দিক করে শোবেন।
3/10

যেই ঘরে ঘুমোবেন, সেই ঘরে পারলে ড্রেসিং টেবিল রাখবেন না। যদি উপায় না থাকে, রাখতেই হয়, তাহলে, আয়নার উপর পর্দা দিয়ে রাখুন।
4/10

বেড রুমে কখনই অ্যাকোরিয়াম রাখবেন না। বাস্তু মতে এটি বেডরুমে রাখলে সমৃদ্ধির উপর প্রভাব ফেলতে পারে।
5/10

বাড়িতে রান্না করার বার্নার সবসময় পূর্ব দিক করে রাখার চেষ্টা করুন। সম্ভব না হলে, রান্নাঘরের পূর্বদিকে, লাল আলো অথবা ইন্ডিকেটর রাখুন।
6/10

ওয়াটার পিউরিফায়ার সবসময় উত্তর-পশ্চিম দিক করে রাখুন। এতেই বাড়ির বাস্তু ঠিক থাকবে।
7/10

দেওয়ালে বন্ধ ঘড়ি, যুদ্ধের ছবি, হিংস্র জন্তুর ছবি রাখবেন না। বাড়ি তৈরির আগে ভাল করে পুজো দিন।
8/10

বাড়িতে টাকা রাখুন পূর্ব দিক করে। প্রধান প্রবেশ দ্বার পূর্ব দিকে থাকলেই ভাল হয়।
9/10

বাস্তু মেনে বাড়িতে বাথরুম উত্তম পশ্চিমমুখী করা ভাল। বাথরুমে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে। তাই সবসময় পরিষ্কার রাখুন।
10/10

বাস্তু মেনে বাড়ির জুতো রাখার জায়গা সাজিয়ে রাখুন। এটি পশ্চিমমুখী করে রাখলেই ভাল হয়।
Published at : 23 Nov 2024 09:52 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
